স্টাফ রিপোর্টার ॥
হবিগঞ্জের আজমিরীগঞ্জ ও বানিয়াচংয়ে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে শায়েস্তাগঞ্জ জহুর চান বিবি মহিলা কলেজ পরিবার।
শুক্রবার কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে শিক্ষকরা আজমিরীগঞ্জের বদলপুর ইউনিয়নের ফিরিজপুর, বন্দেরহাটি, আজমিরীগঞ্জ পৌরসভার আদর্শ নগরী ও বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের করিমনগর গ্রামের বন্যার্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন। অর্থ বিতরণকালে শিক্ষকরা বন্যার্ত এলাকার ক্ষতিগ্রস্ত লোকজনদের সাথে কথা বলেন।
এ সময় ক্ষতিগ্রস্তরা জানান, পর্যাপ্ত পরিমান শুকনো খাবার ও বিশুব্ধ পানি পাচ্ছেন না। আবার বন্যার পানি যাদের বাড়ি থেকে কিছুটা নেমেছে তারা বাড়িতে উঠলেও পচা পানি ও কাদা মাটিতে চলাচল করার কারণে তাদের পায়ে চর্মরোগসহ অন্যান্য রোগ দেখা দিচ্ছে। এমনতাবস্থায় তাদের চিকিৎসার পাশাপাশি শুকনো খাবারও বিশুব্ধ পানির ব্যবস্থা করে দেওয়া জরুরী।
জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন জানান, কিছু মানুষের মুখে সামান্য হাসি ফুটানোর চেষ্টা করেন কলেজের শিক্ষক কর্মচারী, শিক্ষার্থী, গভার্নিং বডির সদস্য ও দাতা সদস্যগণ। এ ছাড়া কলেজের পক্ষ থেকে জেলা শিক্ষা অফিসারের বন্যার্তদের তহবিলে নগদ অর্থ সহযোগিতা করা হয়েছে।
নগদ অর্থ বিতরণকালে উপস্থিত ছিলেন-বন্যার্তদেও সহায়তা কমিটির আহ্বায়ক প্রভাষক এসএম লুৎফুর রহমান, প্রভাষক মুহাম্মদ মহিউদ্দিন, প্রভাষক মোঃ শাহীন মিয়া, প্রভাষক কামরুল হাসান রিপন, সহকারি শিক্ষক (গ্রন্থাগার) ইমরানুল হক শাকিল, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এসএম সুরুজ আলী, আজমিরীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি স্বপন বণিক, সাংবাদিক এনামুল হক মিল্লাদ, এসকে কাউছার প্রমুখ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj