আনোয়ার হোসেন মিঠু,নবীগঞ্জ থেকে :
চট্টগ্রামের পুরনো মুখ নবীগঞ্জের কৃতি সন্তান পুলিশ কর্মকর্তা কৃষ্ণ পদ রায় দীর্ঘ ২৫ বছর পর আবারো চট্টগ্রামে গেছেন। তবে এবার সহকারী কমিশনার নয় এবার সেখানে গেছেন মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে। তার এ পদায়নের খবরে জন্মস্থান নবীগঞ্জের সর্বমহলে আনন্দের বন্যা বইছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার কৃষ্ণ পদ রায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন। এর আগে সর্বশেষ ২০২০ইং সালের ৩১ আগষ্ট সিএমপির কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছিলেন সালেহ মোহাম্মদ তানভীর। নতুন প্রজ্ঞাপনে চট্রগ্রামসহ চার মহানগর পুলিশের কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে নতুন মুখ।
গত বৃহস্পতিবার মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিসিএস(পুলিশ) ক্যাডারের উপ-পুলিশ মহাপরিদর্শক(ডিআইজি) পদমর্যাদার কৃষ্ণ পদ রায়সহ ৬ কর্মকর্তাকে বিভিন্ন পদে পদায়ন করা হয়েছে। একই প্রজ্ঞাপনে সিএমপির বর্তমান পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।
সিএমপিতে পদায়িত পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার নবীগঞ্জ সদর ইউনিয়নের হালিতলা গ্রামের বাসিন্দা। ওই গ্রামের প্রয়াত গোপাল চন্দ্র রায় ও রমা রাণী রায়ের প্রথম সন্তান কৃষ্ণ পদ রায়ের লক্ষ্য ছিলো সাংবাদিক হিসেবে জীবনে প্রতিষ্টিত হবেন।
এবং লক্ষ্য পুরণের জন্য তিনি কৃতিত্বের সাথে এস.এস.সি ও এইচ.এস.সি পাশের পর ভর্তি হন প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত বাংলাদেশের প্রাচীনতম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন তিনি। এর পর শুরু হয় তার কর্ম জীবন।
জীবনের প্রথম দেশের প্রথম সারির ইংরেজী একটি দৈনিকে ষ্টাফ রিপোর্টার হিসেবে কাজ শুরু করেন। কিছুদিন কাজ করার পর ১৯৯৫ইং সালে অনুষ্টিতব্য ১৫তম বিসিএস পরীক্ষায়তিনি অংশ নিয়ে কৃতিত্বের সাথে উত্তর্ীণ হয়ে যোগ দেন বাংলাদেশ পুলিশ বিভাগে। সাংবাদিক থেকে কৃষ্ণ পদ রায় হয়ে যান পুিলশ কর্মকর্তা। তার প্রথম কর্ম জীবন শুরু হয় বগুড়ায়।
সহকারী পুলিশ সুপার পদে সেখানে কিছু দিন কাজ করার পর বদলি হয়ে বিভাগীয় শহর চট্রগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার হিসেবে। সেখানে দীর্ঘ সময় কাঠে তার কর্ম জীবন। এর পর পদোন্নতি পেয়ে শেরপুর ও চাদপুর জেলার পুলিশ সুপার হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেন।
পরে বদলি হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের ডেপুটি কমিশনার, ঢাকার ডিবি পুলিশের ডেপুটি কমিশনার এবং সর্বশেষ ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেন।
এ দায়িত্ব পালনকালে পদোন্নতি পেয়ে ডিআইজি পদমর্যায় অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম ও অপারেশন পদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২১ইং সালের ৭ নভেম্বর থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে পূর্ণ দায়িত্ব পালন করেন।
সুনামের সহিত দায়িত্ব পালনের জন্য কৃষ্ণ পদ রায় ২০১২ইং সালে প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম এবং ২০১৫ইং সালে বাংলাদেশ পুলিশ পদক বিপিএম পদক প্রাপ্ত হন। পুলিশের দায়িত্ব পালনকালে চৌকস এ কর্মকর্তা ২০০২ইং সাল থেকে ২০০৩ইং সালে কসবো. ২০০৬ইং সাল থেকে ২০০৭ইং সালে লাইবেরিয়া এবং ২০১২ইং সাল থেকে ২০১৩ইং সাল পর্যন্ত সুদানে জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে কমিশনে অত্যান্ত সুনামের দায়িত্ব পালন করেন। নবীগঞ্জের এ কৃতি সন্তান কৃষ্ণ পদ রায় ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। তার এ পদায়নের খবরে নবীগঞ্জের সর্বমহলে আনন্দের বন্যা বইছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj