আকিকুর রহমান রুমনঃ-
হবিগঞ্জের বানিয়াচংয়ে হাওরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে পানিতে তলিয়ে যাওয়া এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
ঘটনাটি ঘটেছে বানিয়াচং উপজেলার ১০নং সুবিদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ভাটিপড়া এলাকায়।
এলাকাবাসী ও প্রতক্ষদর্শী সূত্রে জানাযায়,ভাটিপড়া গ্রামের মৃত হরমন দাসের পুত্র গৌড়ী লাল দাস(৪৫)ভোর ৬টার দিকে একা একা নৌকা যোগে বাড়ির পাশের হাওরে যান বেরজাল দিয়ে মাছ ধরতে।
ভানের পানিতে জাল প্রস্তুত করতে একটি বাঁশ পানির নিচে ধাবিত করার সময় হাওরের উপর দিয়ে যাওয়া বিদ্যুৎতের তারের সঙ্গে লেগে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে
নৌকা থেকে পড়ে যান।এবং ভানের পানিতে তলিয়ে গিয়ে হারিয়ে যান।
আনুমানিক সকাল ৮টার দিকে স্হানীয় গ্রামবাসী নৌকাটিতে কোন লোকজন দেখতে না পেয়ে খুঁজাখুঁজি শুরে করেন।
এক পর্যায়ে বিষয়টি বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরীকে অবগত করেন এলাকাবাসী।
তাৎক্ষণিক তিনি বানিয়াচং থানা পুলিশ ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসকে অবগত করেন।
হবিগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একদল ডুবুরি নিয়ে ঘটনাস্থলে আসেন।
এদিক থেকে বানিয়াচং থানা পুলিশ ও উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত হয়।
এদিকে ডুবুরিরা হাওরের মধ্যে বিভিন্ন দিকে খুঁজাখুঁজি শুরু করেন।
প্রায় দুই,তিন ঘন্টা পড়ে ভাটিপাড়া এলাকার এক ব্রীজের কাছ থেকে ১১টার দিকে লাশটি উদ্ধার করে পাড়ে নিয়ে আসা হয়।
পড়ে সেখান লাশটি থানা পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরী করে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরন।
এব্যাপারে বানিয়াচং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাসের সঙ্গে মুঠোফোনে দুপুর ১টা ১৪মিনিটে যোগাযোগ করা হলে,তিনি জানান নিহত পরিবারের লোকজনের হাতে কিছুক্ষণের ভিতরে তারা নগদ বিশ হাজার(২০,০০০) টাকা দিয়ে আসবেন বলে নিশ্চিত করেন।
নিহত গৌড়ী লাল দাসের ঘরে স্ত্রী ও চারটি কন্যা সন্তান রয়েছে এবং একটি কন্যা সন্তানকে বিয়ে দিয়েছিলেন তিনি।
বর্তমানে তার তিন কন্যা ও স্ত্রীর আহাজারিতে আকাশ বাতাস ভাড়ী হয়ে এলাকায় এক শোকের মাতম বইছে বলেও জানান এলাকাবাসী।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj