সৈয়দ সালিক আহমেদ :
হবিগঞ্জ চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের মানিক ভান্ডার গ্রামে ২৫২ শতক জায়গার উপর ড্রাগন ফলের বাগান তৈরী করে সফলতা পেয়েছেন প্রবাসী জহুর হোসেন। ১বছরের ব্যবধানে তার বাগানে ফল আসতে শুরু করেছে। জহুর হোসেনের সফলতা দেখে আরো অনেকেই আগ্রহী হয়ে উঠছেন।
জহুর হোসেন জীবনের তাগিদে ২০বছর আগে সেীদি আরবে যান। ১বছর আগে ২০২১ সালে দেশে ফিরে তিনি ২৫২ শতক জায়গার উপর ৭৫০০টি ড্রাগনের চারা রোপন করেন। মনোয়ারা জহুর এগ্রো ফার্ম নামে এই বাগান তৈরীতে তার প্রায় ৫২লক্ষ টাকা খরচ হয়। চারা রোপনের ৭মাস পর গাছের ডগায় ফল আসতে শুরু করে। ইতিমধ্যে তিনি বিক্রি শুরু করে দিয়েছেন। খেতে অত্যান্ত সুস্বাধু লাল বর্ণের এই ড্রাগন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে প্রতি কেজি পাইকারী বিক্রি করছেন ৪০০টাকা দামে।
তিনি জানান, আমাদের এই ড্রাগন ফল ঢাকাতেই বেশীরভাগ বিক্রি হয়। আমরা ঢাকায় নিয়ে প্রতি কেজি ৪০০টাকা দামে পাইকারী বিক্রি করি। এখন প্রতি মাসে আমি প্রায় ৩থেকে ৪লক্ষ টাকার ড্রাগন বিক্রি করি। প্রতি মাসে খরচ হয় প্রায় ৮০হাজার টাকা। আশা করছি বিক্রি আরো বাড়বে এবং ৬ থেকে ৭মাস বিক্রি করতে পারব।
এই ড্রাগন বাগানের সুবাধে বর্তমানে এলাকার ৬জন যুবকের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। জহুর হোসেন প্রতি শ্রমিককে ১০হাজার টাকা বেতন প্রদান করেন।
বাগানে কাজ করা রমা চৌহান নামে একজন শ্রমিক বলেন, আমি আগে এলাকায় বেকার ঘুরাঘুরি করতাম। কিন্তু এই বাগান হওয়ার কারণে এখন আমি এখানে কাজ করি। এখানকার বেতন দিয়ে আমার সংসার চালাই।
গাজীপুর ইউ/পি চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, আমার ইউনিয়নে জহুর হোসেন যে ড্রাগন বাগানটি করেছে, তা দেখে এলাকার অনেক মানুষ উৎসাহিত হচ্ছে। এখানে অনেক মানুষের কর্মসংস্থানের পাশাপাশি বেকারত্ব দুরীকরণের সহায়ক ভুমিকা পালন করবে।
উপসহকারী কৃষি কর্মকতার্ মিশকাতুল ইসলাম জানান, মানিক ভান্ডার গ্রামে গড়ে উঠা এই ড্রাগন ফলের বাগানে আমরা সব সময় কারিগরি সহায়তা প্রদান করে আসছি। বিশেষত বিষমুক্ত ফলচাষের জন্য সব ধরণের পরামর্শ দিয়ে আসছি ।
এটা অত্যান্ত লাভজনক একটি ফল, দীর্ঘদিন বাগান থেকে ফল আহরণ করা হয়। জহুর হোসনের সফলতা দেখে এলাকার অনেকে এখন ড্রাগন ফলের বাগান তৈরীর জন্য আমার সাথে পরামর্শ করেছেন। ইতিমধ্যে এই ইউনিয়নে ছোট পরিসরে আরেকজন ড্রাগন চাষ শুরু করেছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj