বিশেষ প্রতিনিধি :
দীর্ঘদিনের প্রচেষ্টার পর হবিগঞ্জে এই প্রথম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ সিজারিয়ান কার্যক্রম শুরু হলো। গতকাল শনিবার বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রথম সিজারের মাধ্যমে এ যাত্রা শুরু হয়।
হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতালে এ সেবা চালু থাকলে উপজেলা পযার্য়ে প্রশিক্ষিত লোকবল না থাকার কারণে এতদিন তা সম্ভব হয় নাই। উপজেলা স্বাস্থ্য কর্মকতার্ ডাঃ বাবুল কুমার দাশের নেতৃত্বে ও ডাঃ মাহানাজ সৈয়দ এবং ডাঃ জাহেদ খানের সহায়তায় প্রথম সিজারটি সম্পন্ন হয়। মা ও নবজাতক দুজনেই সুস্থ্য আছে।
সিজারিয়ান কার্যক্রম চালু করার পূর্ব শর্ত হলো পিয়ার বা একজন গাইনি কলনালটেন্ট ও একজন এনেস্থলজিষ্ট থাকতে হবে। কিন্তু দীর্ঘদিন থেকে উপজেলা পযার্য়ে পিয়ার না থাকার কারণে এই সেবা চালু করা সম্ভব হয় নাই। সম্প্রতি সরকার বিভিন্ন হাসপাতালে বেশ কিছু ডাক্তার পদায়ন করেছে। সেই হিসেবে প্রথমে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই কার্যক্রম শুরু করা হলো।
সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুরুল হক বলেন, আমি হবিগঞ্জে আসার পর থেকে চেষ্টা করে যাচ্ছি উপজেলা পর্যায়ে সিজারিয়ান সেবা চালু করার জন্য। কারণ দুরবতর্ী এলাকার মায়েরা জেলা শহরে বেসরকারী হাসপাতালে এসে বিশাল অংকের টাকা খরচ করতে হয়। আর এই সেবা যদি উপজেলা পযার্য়ে চালু করা যায় তাহলে বিনা খরচে মায়েরা নিজ উপজেলা থেকে এই সেবা গ্রহণ করতে পারবে। এতে করে মাতৃ ও শিশুর মৃত্যুর হার আরো কমে আসবে বলে আশা করছি। এছাড়াও আমি চেষ্টা করে যাচ্ছি আজমিরীগঞ্জ এবং মাধবপুর উপজেলায় সিজারিয়ান সেবা চালু করার জন্য।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj