আনোয়ার হোসেন মিঠু, নবীগঞ্জ থেকে :
গণঅধিকার পরিষদের আহবায়ক ড. রেজা কিবরিয়া বলেছেন, দেশে মানুষ যখন বন্যায় কষ্ট পাচ্ছে, সরকার তখন পদ্মাসেতুর উদ্বোধন নিয়ে আমোদ ফুর্তিতে ব্যস্ত। তিনি বলেন, পদ্মাসেতু হয়েছে অনেক খরচে।
ভারতে একটা সেতু হয়েছে আরো লম্বা, আরো গভীর পানিতে এই সেতুর ১০ ভাগের এক ভাগ খরচে। ব্যাপারটা বুঝতে পারছেন পদ্মাসেতু যে কি জিনিষ এটা আমরা সবাই বুঝি। এই সময়ে আমাদের সিলেট, কিশোরগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রামের মানুষ খুব কষ্ট পায় যে আনন্দ ফুর্তি হচ্ছে আর আমাদের মানুষরা পানির মধ্যে কষ্ট করছে। সরকারের চিন্তা করা উচিত ছিলো এই সময়ে এটা করা দরকার ছিলো কি না।
শুক্রবার(২৪ জুন) দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বন্যা কবলিত ইনাতগঞ্জসহ আশপাশের দুর্গত এলাকা পরিদর্শন ও ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ত্রান বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন।
দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রান বিতরণকালে তার সাথে ছিলেন, গনঅধিকার পরিষদের সদস্য সচিব সাবেক ভিপি নুরুল হক নূর, কেন্দ্রীয় সদস্য আবুল হোসেন জীবন, ডাঃ আজাদ আলী, হায়দার আলী সুমন, হবিগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক চৌধুরী আশরাফুল বারী নোমান, কেন্দ্রীয় শ্রমিক অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদের সভাপতিসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা। এসময় স্থানীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
ত্রান বিতরণকালে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানকালে সদস্য সচিব ভিপি নূর বলেন, স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে সিলেটের মানুষ। পদ্মাসেতুর অনুষ্টানের দাওয়াত আমরাও পেয়েছি কিন্তু আমরা রাজনৈতিক কর্মসূচী সংক্ষিপ্ত করে আপনাদের পাশে এসেছি।
তিনি বলেন, আপনাদের এলাকা থেকে সাবেক সফল অর্থমন্ত্রী ছিলেন মরহুম ড. শাহ এম. এস.কিবরিয়া। আর এখন আপনারা ইচ্ছে করলে আপনাদের এলাকা থেকে প্রধানমন্ত্রী বানাতে পারেন। সেই যোগ্যতা সম্পন্ন লোক ড. রেজা কিবরিয়া আপনাদের সাথে আছেন।
আপনারা যদি আপনাদের নিজ এলাকায় তার পক্ষে সেই রকম জনমত/জনশ্রতি তৈরী করতে না পারেন তাহলে বাইরের মানুষ কিন্তু সেই সাপোর্ট দিবে না। নূর আরো বলেন, আমরা হানাহানি, মারামারি, কাটাকাঠি ও সংহিংশতার রাজনীতি চাই না। আমরা শান্তি, সম্প্রীতি ও সহনশীলতার রাজনীতি চাই। আমরা কল্যাণকর রাষ্ট্র হিসেবে এ দেশকে বির্নিমান করতে চাই। সে লক্ষ্যে গণঅধিকার পরিষদ কাজ করে যাচ্ছে। ত্রান বিতরণে সহযোগিতার জন্য তিনি সকলকে ধন্যবাদ জানান।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj