সৈয়দ সালিক আহমেদ :
১মণ ধানের চারা ১খানি বেগুন বাগান ও ১০শতক জায়গার উপর আখ ক্ষেত বন্যার পানি তলিয়ে যাওয়ায় আমি দিশেহারা হয়ে গেছি। আউস ধান যদি ঘরে তুলতে না পারি তাহলে পরিবার পরিজন নিয়ে না খেয়ে থাকতে হবে। পরিবারের ছয়সদস্যের মধ্যে আমিই একমাত্র আয় রোজগার করে সংসার চালাই। এখন আমার সব চলে গেছে। কথা গুলো বলেন সদর উপজেলার লোকড়া গ্রামের জবেদ আলীর ছেলে আলাউদ্দিন।
তিনি বলেন, আমি একজন কৃষক, মৌসুম ভিত্তিক সব ধরণের সবজি চাষ করি। এক খানি জায়গার উপর বেগুন চাষ করেছি। সব মিলিয়ে প্রায় ১০হাজার টাকা খরচ হয়েছে। যদি বন্যার পানিতে তলিয়ে না যেত তাহলে পরিবারের চাহিদা মিটিয়ে ২০থেকে ২৫ হাজার টাকা আয় হত। তাছাড়া একমণ ধানের চারা থেকে আমার সব গুলো জমি চাষ করতে পারতাম, কিন্তু সেই স্বপ্ন বন্যার পানিতে চলে গেছে। এভাবে হাজারো মানুষের স্বপ্ন এবারের বন্যায় তলিয়ে গেছে।
অতিবৃষ্টি আর উজানের ঢলে জেলার আউশ, বোনা আমন ও অন্যান্য হাজার হাজার ফসল পানির নীচে তলিয়ে গেছে। জেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, জেলায় আউস ধান চাষ হয়েছে ৫১২৭৭ হেক্টর, তলিয়ে গেছে ১৫৭১০, বোনা আমন চাষ হয়েছে ১৪৬৩০ হেক্টর, তলিয়ে গেছে ১৪৬৩০ ও শাকসবজি চাষ হয়েছে ৮১০০ হেক্টর তলিয়ে গেছে ১৫৯৭ হেক্টর। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।
উপজেলা ভিত্তিক ক্ষয়ক্ষতির পরিমাণে দেখা যায় আউস ধান হবিগঞ্জ সদর ৭০০০ মাধবপুর ১৭৯৭ চুনারুঘাট ৭৪৫ বাহুবল ৭১৫ নবীগঞ্জ ১৯৫০ লাখাই ২৩৫০ বানিয়াচং ১১৫৩ হেক্টর পানিতে তলিয়ে গেছে। অন্যদিকে বোনা আমন হবিগঞ্জ সদর ২০ মাধবপুর ১৮০০ বাহুবল ২০০ নবীগঞ্জ ১০০০ লাখাই ৩২০০ বানিয়াচং ৫৮৬০ আজমিরীগঞ্জ ২৫৫০ হেক্টর, তাছাড়া শাকসবজি বিনষ্ট হয়েছে হবিগঞ্জ সদর ৭০০ মাধবপুর ১৬০ চুনারুঘাট ৩২ বাহুবল ৬০ নবীগঞ্জ ৩৪০ লাখাই ১২০ বানিয়াচং ১৫৫ আজমিরীগঞ্জ ৩০ হেক্টর।
হাওরের পানি বৃদ্ধি যদি অব্যাহত থাকে তাহলে অবশিষ্ট ফসলাদিও রক্ষা করা সম্ভব হবেনা। আর এতে করে খাদ্য ঘাটতি দেখা দিতে পারে বলে মনে করছেন বিশিষ্টজনেরা।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj