দিলোয়ার হোসাইন,(বানিয়াচং) থেকে :
ভারতে বিশ্বনবী হযরত মুহাম্মদ(সাঃ) এর ব্যাপারে তথাকথিত বিজেপি পার্টির মুখপাত্র নুপুর শর্মা এবং নবীন জিন্দাল যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে তার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বানিয়াচং এর সর্বস্তরের স্কুল কলেজ ও মাদ্রসার সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৬জুন) সকালে বানিয়াচং বড় বাজার শহীদ মিনার প্রাঙ্গনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোর মধ্যে জনাব আলী সরকারি কলেজ, বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসা,বানিয়াচং আইডিয়েল কলেজ, এল আর সরকারি উচ্চ বিদ্যালয়, আমবাগান উচ্চ বিদ্যালয়, আদর্শ উচ্চ বিদ্যালয় সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা জড়ো হোন।
সমাবেশে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ এবং মাদ্রাসায়ে তাকওয়া মোহাম্মদপুর (কালিদাশটেক) এর মুহতামিম মাওলানা জিয়াউল হক খান,বানিয়াচং এর মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ আফজাল, জহিরুল ইসলাম, বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী মিজানুর রহমান মিজান, জনাব আলী সরকারি কলেজের শিক্ষার্থী সাইদুর রহমান, হুজাইফা,তোফায়েল আহমদ প্রমুখ।
এ ছাড়াও ছাত্র প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন খাইরুল আলম, আব্দুল্লাহ আল মামুন,সাইফুর রহমান মুবিন, আহমেদ আলী সহ সর্বস্তরের ছাত্রজনতা।
সভায় বক্তারা বলেন, সমাবেশে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী হযরত মুহাম্মদ(সঃ) এর ব্যাপারে কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান।
তারা আর ও বলেন, জাতিসংঘের হস্তক্ষেপে নুপুর শর্মা এবং নবীন জিন্দাল কে সর্বোচ্চ শাস্তি প্রয়োগের মাধ্যমে বিশ্বে নজীর সৃষ্টি করার আহবান জানান।
সভাশেষে একটি বিক্ষোভ মিছিল শহীদ মিনার থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন মোড় প্রদক্ষিণ করে শেষ হয় ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj