স্টাফ রিপোর্টারঃ
সিলেট বিভাগীয় কমিশনার কর্তৃক স্বাক্ষরিত আদেশে হবিগঞ্জ জেলা কাযার্লয়ে প্রধান ক্যাটাগরিতে শুদ্ধাচার পুরস্কার ভূষিত হবিগঞ্জ জেলা প্রশাসক ইসরাত জাহান কে সম্মাননা স্মারক প্রদান করেন চুনারুঘাট উপজেলার ঐতিহ্যবাহী মুড়ারবন্দ হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন সিপাহসালার মাদনী (রহঃ) সহ ১২০ আউলিয়া দরবার শরীফের মোতাওয়াল্লী আলহাজ্ব সৈয়দ সফিক আহমদ (সফি)।
১৪ জুন (মঙ্গলবার) সকালে জেলা প্রশাসকের কাযার্লয়ের কক্ষে এ সম্মাননা স্মারক হাতে তুলে দেন।
সম্মাননা স্মারক প্রদানের সময় পাশে ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলার পৌর শহরে ঐতিহ্যবাহী দাউদনগর মধ্য হাবেলীর বাসিন্দা এবং সৈয়দ হাসান উল্লাহ (রহঃ) ওরফে সৈয়দ নাসির প্রকাশ ‘ছাওয়াল পীর’ মাজার শরীফের নায়েব মোতাওয়াল্লী ও শায়েস্তাগঞ্জ উপজেলার অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের চন্দ্রচড়ি হাবেলীর সৈয়দ সায়েম রেজা।
জানা যায়, হবিগঞ্জ জেলা প্রশাসক ইসরাত জাহান পেশাগত জ্ঞান, দক্ষতা, নির্ভরযোগ্যতা, কর্তব্যনিষ্ঠা, শৃঙ্খলাবোধ ও প্রতিষ্ঠানের বিধি-বিধানের প্রতি শ্রদ্ধাশীলতাসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে সিলেট বিভাগের মধ্যে জেলা কাযার্লয়ে প্রধান হিসেবে শ্রদ্ধাচার পুরস্কার প্রাপ্ত মনোনীত হলেন তিনি।
২০২১ সালে ৬ মার্চ ইশরাত জাহান হবিগঞ্জ জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। তিনি ২২ তম বিসিএস ক্যাডার হিসেবে উত্তীর্ণ হন। সুখী সমৃদ্ধ সোনার বাংলা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠার লক্ষে ২০১৭ সালে ৬ এপ্রিল থেকে জাতীয় শ্রদ্ধাচার পুরস্কার প্রদান শুরু হয়।
এই প্রথম হবিগঞ্জ জেলায় জেলা প্রশাসক হিসেবে তিনিই পেয়েছেন শুদ্ধাচার পুরস্কার।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj