বিশেষ প্রতিনিধি :
অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন মাধবপুর উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক নজরুল। গতকাল শুক্রবার সকাল ৮টায় দীর্ঘ আটারো দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তিনি দীর্ঘ ১০বছর থেকে পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে মাধবপুর উপজেলায় কর্মরত ছিলেন। তার মৃত্যুতে সহকমর্ীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এক বিবৃতিতে উপপরিচালক মীর সাজেদুর রহমান বলেন, অত্যান্ত সহজ সরল প্রকৃতি ও সাদা মনের ভালো মানুষ ছিল নজরুল ইসলাম। আমরা তার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করি।
উল্লেখ্য, তিনি গত ২৪মে উপজেলা অফিসে মিটিং এ অংশগ্রহনের জন্য বাড়ী থেকে বের হয়ে সিএনজি অটোরিক্সা যোগে যাচ্ছিলেন। পথিমধ্যে ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিক্সা খাদে পড়ে যায়।
অন্য যাত্রীদের তাৎক্ষণিক উদ্ধার করা গেলেও নজরুল ইসলাম মাথায় আঘাত নিয়ে প্রায় আধ ঘন্টা পানির নীচে চাপা পড়ে ছিলেন। পরবতর্ীতে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হলে সেখান থেকে ঢাকা গ্রীন লাইফ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে ৬দিন চিকিৎসা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ চিকিৎসা শেষে গতকাল তিনি শেষ নিশ্বাঃস ত্যাগ করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj