নবীগঞ্জ প্রতিনিধি :
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ দুই নেতার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে নবীগঞ্জে তৌহিদী জনতার উদ্দ্যেগে শুক্রবার (১০ জুন) এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাদ জুম্মা সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল শহরের কেন্দ্রীয় জামে মসজিদের সামন থেকে বের হয়ে সারা শহর প্রদক্ষিণ করে নতুন বাজার মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে কাজী মাওলানা হারুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে এবং মুফতি ফয়ছাল তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা আব্দুর কাদির হোসাইনী, মাওলানা শাহ আলম, মাওলানা আব্দুল বাছিত, হাফেজ খালেদ সাইফুল্লাহ খান, মাওলানা হাফিজ নাজমুল হুদা, মাওলানা মাওলানা মুশাহিদ আলী, মাওলানা খালেদ সাইফুল্লাহ খান, ডাঃ আব্দুল আলীম ইয়াসিনী, তৌহিদুল ইসলাম চৌধুরী, মাওলানা আবু সালেহ, আলহাজ্ব দিলোয়ার হোসেন চৌধুরী, কমান্ডার আব্দুল খালেক,কাজী হাসান আলী, মোস্তফা আব্দুল হাদী প্রমূখ।
এছাড়া সমাবেশে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ গ্রহন করেন।
সমাবেশে বক্তারা বিজেপি নেতা নুপুর শর্মা এবং নবীন কুমার জিন্দালের কটূক্তির তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং তাদের দৃষ্টান্ত মূলক শাস্তিসহ ভারত সরকারকে ক্ষমা প্রার্থনার দাবি জানান। এছাড়াও বাংলাদেশ সরকার অবিলম্বে ভারতের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব জ্ঞাপনের দাবি জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনসহ ভারতীয় পণ্য বর্জনের হুশিয়ারি প্রদান করেন।
এছাড়া মহানবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে কসবা গ্রামের তৌহিদী জনতা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
শুক্রবার উপজেলার বৃহত্তর কসবা গ্রামের তৌহিদী জনতার আয়োজনে ও কসবা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মোজাম্মেল ইসলামের পরিচালনায় জুমার নামাজ শেষে কসবা কেন্দ্রীয় জামে মসজিদ হতে বিশাল মিছিল বের করে স্থানীয় বাজারে গিয়ে বিক্ষোভ সমাবেশে রূপান্তরিত হয়। খণ্ড খণ্ড মিছিল নিয়ে মুসল্লি ও তৌহিদী জনতা জড়ো হন আয়োজিত প্রতিবাদ সমাবেশে।
বিক্ষোভ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,কসবা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোজাম্মেল ইসলাম,দক্ষিণ কসবা জামে মসজিদ খতিব মাওলানা আব্দুল কাইয়ুম,বাজারজামে মসজিদের খতিব ফখর উদ্দিন,মাওলানা এরশাদ হক,জাহেদ আলম চৌধুরী,কামরুল হাসান, ওলি আহমদ, ফয়জুর রহমান,মাহফুজ আলম প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন শতশত ধর্মপ্রাণ মুসল্লি ও যুবক এবং তৌহিদীজনতা।
এছাড়াও উপজেলার আউশকান্দি, দেবপাড়াসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj