মাধবপুর প্রতিনিধি :
মহানবীকে নিয়ে কটূক্তি মাধবপুরে উলামা পরিষদ ও তৌহিদী জনতার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সমাবেশ করেছেন।
শুক্রবার (১০ জুন) বিকাল ৩টা সময় উপজেলা পরিষদের সামনে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কের প্রদক্ষিণ করেন। মিছিলটি উপজেলা পরিষদ থেকে বাসস্ট্যান্ড ঘুরে উপজেলা পরিষদের গিয়ে দোয়া মাহফিল মধ্য দিয়ে শেষ হয়। এসময় ওই এলাকায় ব্যাপক পুলিশ উপস্থিতি ছিল।
মিছিলে ‘ভারতীয় পণ্য, বয়কট, বয়কট’, ‘বিশ্ব নবীর অপমান, সইবে নারে মুসলমান’, ‘নূপুর শর্মার বিচার চাই’-সহ তৌহিদী জনতাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা বলেন, যেকোনো ধর্মের মনিষী বা নেতারা শ্রদ্ধার পাত্র। তাদের নিয়ে অযথা কুরুচিপূর্ণ মন্তব্য অবশ্যই নিচু মানসিকতার কাজ। হযরত মুহাম্মদ (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে ভারতের বিজেপি নেত্রী যে মন্তব্য করেছেন এটি অত্যন্ত গর্হিত কাজ। আমরা এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একইসঙ্গে তার বিচারের দাবি করছি।
উলামা পরিষদের নেতা হাফেজ মোঃ মোবারক মোল্লা বলেন, আমাদের হৃদয়ের স্পন্দন মুহাম্মদ (সা.)-কে নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে, এজন্য ক্ষমা প্রার্থনা করতে হবে। আমরা উলামা পরিষদ ও তৌহিদী জনতা এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। কোনো ধর্মের বিষয়ে এ ধরনের বাড়াবাড়ি কাম্য নয়।
এই সময় আরো বক্তব্য রাখেন মাওলানা গিয়াস উদ্দিন, মুফতি ওয়াজেদ আলী,কারী নুরুদ্দিন, মাওলানা এহতেশামুল হক, মাওলানা মুজাহিদ, মাওলানা হাসিবুল হাসান,সহ প্রমূখ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj