আলমগীর কবির, মাধবপুর :
চিকিৎসক তার অকেজো লিভার প্রতিস্থাপনের পরামর্শ দিলে তিনি মৃত্যুর প্রহর গুণছিলেন। স্বামীকে বাঁচিয়ে মাথার উপর ছাতা রাখতে ঝুঁকি নিয়ে লিভারের অংশ দেয়ার সিদ্ধান্ত নেন মনিকা রানী রায়।
এই বিষয়টি নজরে আসে মাধবপুর পৌরসভার মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মানিকের বৃহস্পতিবার ( ৯জুন) পৌরসভার কার্যালয়ে পৌর কর্তৃপক্ষ পক্ষ হতে স্বামী কে লিভার দিয়ে জীবন বাঁচানো স্ত্রী মনিকা রানী রায়কে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করেন। এই সময় পৌর নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, প্রকৌশলী শহিদুল ইসলাম, প্যানেল মেয়র মোঃ মোবারক উল্লা, কাউন্সিলর, সংরক্ষিত নারী কাউন্সিলর, পৌরসভার কর্মকর্তাবৃন্দসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
ভারতের হায়দ্রাবাদে আইজি হাসপাতালে মনিকা রানী রায় তার লিভারের অংশ নিয়ে কাজল কুমার রায় শরীরে প্রতিস্থাপন করা হয়।
সুস্থ হয়ে ওই দম্পতি কিছু দিন আগে বাড়িতে ফিরে এসেছেন। তাদের বিশেষ করে ত্যাগী গৃহবধূ মনিকা রানী রায়কে পৌরসভার মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মানিক এই সম্মাননা প্রদান করেন।
জানা গেছে, মাধবপুর পৌরসভার ২নং ওয়ার্ডের মৃত ব্রজলাল রায় ছেলে ওষুধ ব্যবসায়ী কাজল কুমার রায় একযুগ আগে পারিবারিক ভাবে মনিকা রানী রায়কে বিয়ে করেন। তাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে।
তাদের দাম্পত্যজীবন খুব সুখেই কাটছিল। প্রায় তিন বছর আগে কাজল কুমার রায় কঠিন ব্যাধিতে আক্রান্ত হন। তার লিভার নষ্ট হয়ে যায়। স্থানীয়ভাবে চিকিৎসায় উন্নতি না হলে ভারতের হায়দ্রাবাদে আইজি হাসপাতালে যান। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে দ্রুত লিভার প্রতিস্থাপনের পরামর্শ দেন।
লিভার কোথায় পাবেন এ নিয়ে কাজল কুমার রায় চিন্তায় পড়ে যান। তিনি হতাশ হয়ে বাঁচার আশা ছেড়ে দেন। মনিকা রানী রায় প্রাণপ্রিয় স্বামীকে লিভারের অংশ দান করে সুন্দর এ পৃথিবীতে বাঁচিয়ে রাখার সিদ্ধান্ত নেন।
পৌরসভার মেয়র হাবিবুর রহমান মানিক জানান, মহান আল্লাহর ইচ্ছায় আমার খুব কাছের মানুষ মনিকা রানী রায় ও কাজল কুমার রায় দুজনই সুস্থ রয়েছেন, তিনি আরো বলেন এটা স্বামীর প্রতি স্ত্রীর ভালবাসার নিদর্শন হিসেবে থাকবে।
সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করে কাজল কুমার রায় ও মনিকা রানী রায় দম্পতি জানান, লিভার প্রতিস্থাপন করতে চিকিৎসকদের অনেক সময় লেগেছে। এ অপারেশনের তাদের বিপুল পরিমাণ টাকা খরচ হয়েছে। ওই দম্পতি পৌরসভার মেয়র ও সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
এ বিষয়ে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ডাঃ তারেকুজ্জামান জানান, রক্তের সম্পর্ক ছাড়া লিভার ম্যাচিং হওয়া খুব কঠিন। এরপরও ওই দম্পতির ম্যাচিং হওয়া খুবই গুরুত্বপূর্ণ।
তিনি আরও জানান, পুরো লিভার নয়; একটা অংশ কেটে প্রতিস্থাপন করা হয়ে থাকে। পরবর্তীকালে লিভারদাতার কেটে নেয়া অংশ রিজেনারেশন হয়ে থাকে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj