আকিকুর রহমান রুমনঃ-
হবিগঞ্জের বানিয়াচংয়ে বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। একজনের নাম রামিম মিয়া(১২) অপরজনের নাম উসমান তালুকদার (২৬)।
প্রথম ঘটনা ঘটে দুপুর ১টায় অপর ঘটনা ঘটে দুপুর ২টায়।
গতকাল মঙ্গলবার ৭ জুন দুপুর সাড়ে ১২টায় বজ্রপাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে মৃত্যুবরণ করে রামিম মিয়া।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়,বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দত্তপাড়া মহল্লার আরকান মিয়ার পুত্র রামীম মিয়া বাড়ির পাশে খেলাধূলা করছিলো।
বৃষ্টিহীন মেঘলা পরিবেশে হঠাৎ বিকট আকার ধারণ করে বজ্রপাত হয়।
এসময় বজ্রপাতের আওয়াজ শুনে পাশের পুকুরে লাফ দেয় রামীম।তবু বজ্রঘাত থেকে রেহাই পায়নি নিহত রামিম মিয়া।
আহত অবস্থায় তাকে পরিবারের লোকজন উদ্ধার করে বানিয়াচং স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন।
পরবর্তীতে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।পরে হাসপাতাল কতৃপক্ষ নিহত রামীমের লাশ পোস্ট মর্টামের জন্য মর্গে প্রেরন করে।
কিন্তু পরিবারের লোকজন পোস্ট মর্টাম না করে লাশটি আনতে চাইলে হাসপাতাল কতৃপক্ষ তাদেরকে লাশটি দেননি।
এই শোকাহত অবস্থায় পরিবারের লোকজন বানিয়াচংয়ের কৃতী সন্তান হবিগঞ্জ জেলা ছাত্রলীগের নবগঠিত সভাপতি মোশাররফ হোসেন আরিফ বাপ্পির সরাপন্ন হন তাদের ছেলের লাশটি যেন কাটাসিড়া না করে লাশটি তাদেরকে হাসপাতাল কতৃপক্ষের নিকট হতে দেওয়ার ব্যাবস্হা করে দেন।
তাৎক্ষণিক বাপ্পি সদর হাসপাতালে ছুটে গিয়ে হাসপাতাল কতৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে অবশেষে রাত ৭টার দিকে লাশটি পোস্ট মর্টাম ছাড়াই পরিবারের লোকজনের কাছে দিয়ে দেওয়ার ব্যাবস্হা করেন।
পড়ে হাসপাতাল থেকে লাশটি বাড়িতে নিয়ে আসা হয় এবং রাত সাড়ে ৯টায় বিবির দরগা জামে মসজিদে রামীমের জানাজার শেষে কবরস্থানে দাফন করা হয়েছে বলে নিশ্চিত করেন বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইমুল হাসান পুলক।
অপর নিহত উসমান তালুকদার বানিয়াচং উপজেলার ১৫নং পৈলারকান্দি ইউনিয়নের পশ্চিম দূর্গাপুর গ্রামের আমীর হোসেন তালুকদারের পুত্র। নিহত উসমান তালুকদার বাড়ির পাশের হাওরে গরু চড়ানোর সময় দুপুর ২টায় বজ্রাঘাতের শিকার হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
এবং তাকেও মহল্লাবাসীর কবরস্থানে দাফন করা হয়েছে বলে সূত্রে জানাযায়।
এ ব্যাপারে বানিয়াচং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ২ জনের মৃত্যু হওয়ার ঘটনা ঘটেছে।
কিন্তু বিষয়টি দুঃখজনক বলে তিনি জানান,উভয় পরিবারকে সরকারি সহায়তা প্রদান করা হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj