আলমগীর কবির :
লাইসেন্স না থাকা ও সরকারি অধ্যাদেশ লঙ্ঘন করায় হবিগঞ্জে মাধবপুরে পৌর শহরের তিতাস মা ও শিশু জেনারেল হাসপাতাল, এপোলো ডায়াগনষ্টিক সেন্টার,প্রাইম হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার,হক ডায়াগনষ্টিক সেন্টার,সেবা ডায়াগনষ্টিক সেন্টার, নামে বেসরকারি ২টি হাসপাতাল ও ৩টি ডায়াগনষ্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে মাধবপুর উপজেলা প্রশাসন ও মাধবপুর উপজেলা স্বাস্থ্য বিভাগ।
শনিবার সকাল সাড়ে এগারোটায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম। এ সময় সেখানে সহকারী কমিশনার ভূমি মোঃ আলাউদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইশতিয়াক আল মামুন, স্যানিটারী ইন্সপেক্টরস উপস্থিত ছিলেন।
জানা যায়, মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২ অনুযায়ী পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ওই ২টা হাসপাতাল ও ৩টি ডায়াগনষ্টিক সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইশতিয়াক আল মামুন জানান, লাইসেন্স ছাড়াই মাধবপুরে ২টি হাসপাতাল ও ৩টি ডায়াগনষ্টিক পরিচালিত হয়ে আসছিল।এটা মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশের পরিপন্থী। তাই হাসপাতাল দুটি ও ৩টি ডায়াগনষ্টিক বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে। সেখানে ভর্তি থাকা রোগীদের ভোগান্তির বিষয়টি মাথায় রেখে হাসপাতাল দুইটির আজ শনিবার দুপুর পর্যন্ত সময় দেয়া হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj