কামরুজ্জামান আল রিয়াদ, দৈনিক শায়েস্তাগঞ্জ : শায়েস্তাগঞ্জের চরহামুয়ায় খোয়াই নদীর উপর সেতুটি স্বাধীনতার ৪৩ বছরেও বাস্তয়ন করা হয়নি। এ সেতুটির অভাবে শায়েস্তাগঞ্জের ১৫ টি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন । এই একটি মাত্র সেতুর অভাবে ব্যবসা বানিজ্য ̈ শিক্ষা চিকিৎসা ও কৃষি ক্ষেত্রে ওই গ্রামের লোকজনকে চরম ভোগান্তি পোহাতে হয়। একই কারণে এলাকার আর্থসামাজিক ব্যবস্থা খুবই নাজুক ।
সেতু না থাকায় বর্ষা কালে একটি মাত্র ডি১ি⁄২ নৌকা দিয়ে ঝুকি পূর্ণ ভাবে চলাচল করতে হয় মানুষজনকে । মানুষের সাথে সাথে গৃহ পালিত পশু পাখি জীবন বাজি রেখে পারাপার হচ্ছে। শায়েস্তাগঞ্জ পৌর শহর থেকে মাত্র ১ কিলোমিটার দূরত্বে অবস্হিত এই খেয়াঘাটটি। এ যেন আলোর নিচে অন্ধকারের মত অবস্থা। শায়েস্তাগঞ্জের চরহামুয়া, বনগাঁও, নোয়াবাদ, বাতাহার, কলিমনগর, সুঘর, গংগানগর, রামনগর, আদ ̈পাশা, কালিগঞ্জ ,বনদক্ষিন সুলতানশী ,কামারপাড়া সহ ১৫ টি গ্রামের শত শত ছাত্র - ছাত্রী, ব্যবসায়ী, চাকুরীজীবি, ক...ষকসহ নারী শিশু বৃদ্ধা বৃদ্ধ প্রতিদিন দৈন্দিন কাজের জন ̈ শায়েস্তাগঞ্জ আসেন।
চরহামুয়া খেয়াঘাটে আসার পর দাড়িয়ে থাকতে হয় দীর্ঘক্ষণ । প্রতিদিন ১/২ টি নৌকাদ্বারা পার হতে হয় সবাইকে । তাও আবার প্রতিজন পতি ২ টাকা করে। অনেক সময় তাড়াহুড়া করে উঠতে গিয়ে ঘটে অনেক রকম দূর্ঘটনা । অথচ প্রতি বছরই ভোটের সময় এম পি, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান,ইউপি পুরুষ মহিলা সদস্য ̈রা সেতু করে দিবেন বলে প্রতিশ্র“তি দিয়ে ভোট নেন । অথচ এ পর্যন্ত কিছু করার নাম নেই৷
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj