মোতাব্বির হোসেন কাজল :
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আলোচিত ধর্ষণ ও মানব পাচার মামলার প্রধান আসামি সোহেল মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব ৯)।
মঙ্গলবার (২৪ মে) বেলা ১০ টায় মৌলভীবাজার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-৯ সিপিসি-১ হবিগঞ্জ ক্যাম্পের একটি দল।
আটককৃত সোহেল মিয়া নবীগঞ্জ উপজেলার বেতাপুর গ্রামের কিবরিয়া আহমদের ছেলে।
মঙ্গলবার দুপুরে র্যাব-৯ সিপিসি-১ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ক্যাম্প কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান।
https://youtu.be/PDlV3QnI608
জানা যায়, তিন বছর আগে ফেসবুকের মাধ্যমে পাবনার এক তরুনীর সাথে পরিচয় হয় সোহেলের। পরিচয়ের সুবাদে সোহেল ওই তরুণীকে সাতক্ষীরা বর্ডার দিয়ে ভারতে নিয়ে যায়। সেখানে ওই তরুণীকে আটকে রেখে দেহব্যবসায় বাধ্য করে।এর কিছুদিন পর ওই তরুণী দেশে ফিরে আসলে সোহেলও দেশে ফিরে তরুণীকে বিয়ে করে। এর কিছুদিন পর তিন বিঘা করিডোর দিয়ে দহগ্রামে নিয়ে গিয়ে সোহেল তার বন্ধুসহ তরুনীকে ধর্ষণ করে এবং আবারও ভারতে পাচার করে দেয়।
পরে ওই তরুণী কৌশলে দেশে ফিরে সোহেলসহ পাঁচ জনের নাম উল্লেখ করে লালমনিরহাট জেলার পাটগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন এবং মানব পাচার প্রতিরোধ আইনে মামলা করেন ওই তরুণী। পাটগ্রাম থানা-পুলিশ ওই দিন রাতেই অভিযান চালিয়ে আশরাফুল ইসলাম, মোকছেদুল হক ও চম্পা বেগমকে গ্রেপ্তার করে।
এদিকে আজ মঙ্গলবার মৌলভীবাজার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি সোহেল মিয়াকে গ্রেপ্তার করে র্যাব-৯ সিপিসি-১ হবিগঞ্জ ক্যাম্পের একটি দল।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj