আলমগীর কবির, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুর-চৌমুহনী সড়কের কাজ শেষ হয়নি ৩ বছরেও। নির্দিষ্ট সময় কাজ শেষ না হওয়ায় চরম দুর্ভোগ পড়েছেন হাজার হাজার মানুষ। ধর্মঘর, চৌমুহনী, বহরা, আদাঐর ইউনিয়ন এবং পাশ্ববর্তী বিজয়নগর উপজেলার হাজার হাজার মানুষকে প্রতিদিন ওই সড়ক দিয়ে কষ্ট করে উপজেলা সদর আসতে হয়।
জানা যায়, মাধবপুর-চৌমুহনী ১১ কিলামিটার সড়কটি সংস্কার করার জন্য ১৪ কাটি ৬৪ লাখ টাকা বরাদ্দ দিয়ে টেন্ডার আহ্বান করে এলজিইডি। টেন্ডার আহ্বান করা হলে কাজ পায় ব্রাহ্মণবাড়িয়া ঠিকাদারী প্রতিষ্টান মেসার্স হাসান এন্টার প্রাইজ। ২০১৯ সালে মাধবপুর-চৌমুহনী সড়করে কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হাসান এন্টার প্রাইজ। ২০২১ সালে কাজ শেষ করার কথা থাকলেও এখনো কাজ শেষ করতে পারেননি ঠিকাদার। সিএনজি চালক মোঃ হাসান মিয়া জানান, দিনের বেলাও আমরা চলাচল করতে পারি না। ধুলা ময়লায় গাড়ি সব কিছু ভরে যায়। গাড়ি রাস্তাঘাটের মধ্যেই নষ্ট হয়। গাড়ি উল্টে যায়, চাক্কা পামচার হয়। সব সময় আমাদের দুর্ভোগ পোহাতে হয়।
একটাই অনুরোধ আমাদের রাস্তাটা দ্রুত কাজ শেষ করা হোক। সরকারের কাছে এটাই আমাদের অনুরোধ। মনতলা বাজারের ব্যবসায়ী মোঃ আলম মিয়া জানান, উপজেলা সদরে থেকে পণ্য নিতে আমাদের অনেক কষ্ট পোহাতে হয়। ভাঙ্গা রাস্তায় গাড়ী চলাচল করতে গিয়ে গাড়ী সহ যাত্রীরা দুর্ঘটনার কবল পড়েন।
প্রায় ৩ বছর আগে ঠিকাদারের লোকজন রাস্তা খনন করে ফেলে রাখায় এ রাস্তা দিয়ে চলাচল করা খুবই কঠিন হয়ে পড়েছে। চৌমুহনী ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আপন মিয়া জানান, এই রাস্তাটি দিয়ে প্রতিদিন দক্ষিণ মাধবপুরে ৪টি ইউনিয়নের হাজার হাজার মানুষ চলাচল করে। কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠান রাস্তা সংস্কারের নামে কিছু কাজ করে ফেলে রাখায় হাজার হাজার মানুষ চরম কষ্টের মধ্যে পড়েছে।
চালকরা অনেক কষ্ট করে এ রাস্তা দিয়ে বিভিন্ন যানবাহন চালিয়ে যাচ্ছে। রাস্তাটি দ্রুত সংস্কার জন্য দাবী করা হলেও প্রতিষ্ঠানটি তা কানে তোলেনি। জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটির বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ও বিমান পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলীকে জানানোর পর রাস্তাটি দ্রুত সংস্কার কাজ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন । হাসান এন্টার প্রাইজের স্বত্ত্বাধিকারী খায়রুল ইসলাম জানান, রাস্তার সংস্কার কাজ আবার শুরু হয়েছে, আশা করি মাস-দেড়েকের মধ্যে কাজটি শেষ হবে। হবিগঞ্জ জেলা প্রকৌশলী আব্দুল বাছির জানান, রাস্তাটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। ঠিকাদারী প্রতিষ্ঠান বিভিন্ন অজুহাতে রাস্তার সংস্কার কাজ বিলম্ব করছে।
এ কারণে আমরা তাকে একাধিকবার চিঠি দিয়ে সর্তক করছি। সর্বশেষ প্রতিশ্রুতি দিয়েছে আগামী মাস দেড়েকের মধ্য কাজটি সম্পন্ন করবে। কাজ সম্পন্ন করতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj