পাকিস্তানের পেশোয়ারে একটির স্কুলে তালেবান হামলায় যে দিন শতাধিক শিক্ষার্থীসহ অন্তত ১৪১ জন নিহ হয়েছে, ঠিক সে দিনই ইয়েমেনে বিদ্রোহীদের হামলায় প্রাণ হারালো ১৫ শিক্ষার্থী।
ইয়েমেনি প্রশাসনের সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে বুধবার এ খবর দিয়েছে পাকিস্তানের গণমাধ্যম ডন।
এতে বলা হয়, বায়দা প্রদেশে রাড্ডায় হুথি বিদ্রোহীদের একটি চেকপয়েন্টে প্রথম গাড়ি বোমা হামলার ঘটনাটি ঘটে। আলুবাহী একটি গাড়িতে ওই বোমা হামলা চালায় বিদ্রোহীরা। এ সময় পাশ দিয়ে যাচ্ছিল একটি স্কুলবাস যা ওই হামলার শিকার হয়।
দ্বিতীয় গাড়ি বোমা হামলার ঘটনা ঘটে রাজধানী সানায়, বিদ্রোহী গ্রুপ শিতের নেতা আবদুল্লাহ ইদরিসের বাসায়।
ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই জোড়া গাড়ি বোমা হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছে।
তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় তিন শিশু নিহত হয়েছে, আহত হয়েছে ৩৭ জন।
শিয়া বিদ্রোহী গ্রুপ হুথি অভিযোগ করেছে, রাড্ডায় তাদের চেকপয়েন্টে গাড়ি হামলাটি করেছে আল কায়েদা।
হুথি বলেছে, ‘শিশুদের বিরুদ্ধে এ এক জঘন্য অপরাধ।’ হুথি জানিয়েছে, ওই স্কুলবাসটি প্রাথমিক বিদ্যালয় পড়ুয়া মেয়ে শিক্ষার্থীদের বহন করছিল।
এদিকে অক্টোবর থেকে এই সময়ের মধ্যে ইদরিসের বাসা লক্ষ্য করে এ নিয়ে দুবার হামলার ঘটনা ঘটল।
প্রসঙ্গত, রাড্ডা দখলকে কেন্দ্র করে হুথি বনাম আল কায়েদা লড়াই চলছে অক্টোবর থেকে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj