মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ডাঃ এ.জে.এম জাহিদ হোসেন বলেছেন এ সরকারের বিদায়ের মাধ্যমেই জনগণ দুঃশাসন থেকে মুক্তি পাবে। মানুষের ভোটের অধিকার নিশ্চিত ও জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। সেই সাথে মানুষ তাদের হারানো অধিকার ফিরে পাবে।
তিনি আরও বলেন-এ সরকার বিএনপিকে ধবংস করার জন্য লক্ষ লক্ষ নেতাকর্মী নামে মিথ্যা ও গায়েবি মামলা হয়রানী করে যাচ্ছে। তাই তৃণমূল এবং সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলনেই এ সরকারকে বিদায় করা সম্ভব। কোন অবস্থাতেই নিজের ঐক্য বিনষ্ট করা যাবে না।
তিনি শনিবার দুপুরে হবিগঞ্জের মাধবপুর পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
পৌর বিএনপির আহবায়ক আবুল বাশারের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ জি.কে গউছ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠিক সম্পাদক মোঃ কলিমউদ্দিন মিলন, জেলা বিএনপির নেতা মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, মেয়র হাবিবুর রহমান মানিক, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইসলাম তরফদার তনু, ডাঃ আহমেদুর রহমান আব্দাল, এড.কামালউদ্দিন সেলিম, আব্বাসউদ্দিন,উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল, সাধারন সম্পাদক হামিদুর রহমান হামদু, সহসভাপহি হাজী অলিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ। পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলাউদ্দিন আল রনি’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ফিরোজ মিয়া, মাসুকুর রহমান মাসুক, লুৎফুর রহমান খাঁন, বাবুল হোসেন, বিএনপির নেতা কাউন্সিলর শেখ জহিরুল ইসলাম, কাউন্সিলর আফজাল পাঠান, চেয়ারম্যান মীর খুরশেদ আলম, এড. আয়েশা আক্তার, সুমন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি শরিফ, উপজেলা যুবদলের সভাপতি এনায়েতউল্লাহ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক হাফিজুল ইসলাম হাফেজ, ছাত্রদলের আহবায়ক মোঃ মারুফ মিয়া, পৌর ছাত্রদলের আহবায়ক রিপন মিয়া, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক এমদাদুল হক সুজন প্রমূখ।
পরে কাউন্সিলরের মাধ্যমে আব্দুল আজিজকে সভাপতি গোলাপ খানকে সিনিয়র সহসভাপতি, মোঃ আলাউদ্দিন আল রনিকে সাধারন সম্পাদক,লুৎফুর রহমান খাঁনকে যুগ্ম সাধারন সম্পাদক ও হাজী ফিরোজকে সাংগঠনিক সম্পাদক করে সুপার ফাইভ কমিটি গঠন করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj