মোঃ আবদুল হক রেনু, শয়েস্তাগঞ্জ :
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শায়েস্তাঞ্জে জমে উঠেছে ঈদের বাজার। করোনার কারণে গত দুই বছর ঈদের বাজার জমে না উঠলেও এবার পরিস্থিতি ভিন্ন। শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদ নগর বাজার এলাকায় অবস্থিত কে আলী প্লাজায় শুক্রবার ২৯এপ্রিল ক্রেতাদের উপচেপরা ভিড় লক্ষ্য করা গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার পুরান বাজার, শায়েস্তাগঞ্জ দাউদনগর বাজার ও পৌর মার্কেট গুলোতে ছিল ক্রেতার ঢল। বিশেষ করে বিপনী বিতান গুলো, জুয়েলার্স, কসমেটিক্স ও দর্জির দোকান গুলোতে ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
এসব দোকান গুলোতে নারী ও শিশুদের ছিল উপচে পরা ভিড়। শপিং করতে আসা শারমিন আক্তার জানান, ছোট বাচ্চাদের কাপড়ের দাম অনেক বেশী। এবার পছন্দের সব কিছুই পাওয়া যাচ্ছে মার্কেটে। তবে বিক্রেতারা কাপড়ের দাম বেশী নিচ্ছেন।
অপর দিকে স্ত্রীকে নিয়ে শপিং করতে আসা আকরামুল হক শাহিন জানান, কাপড়ের দাম অনেকটা নিয়ন্ত্রনের মধ্যেই রয়েছে। ভাল মানের কাপড়ের দাম সব সময় একটু বেশীই থাকে।
এব্যাপারে ফ্যাশন মহলের মালিক মোঃ আব্দুল কাদির জানান, এবার ঈদের বাজারে কেনা বেচা অনেক ভালই হচ্ছে।
গত ২বছরে করোনার ধাক্কায় ব্যবসায়ীদের অনেক লোকসান গুনতে হয়েছে। তিনি আশাবাদী ,এবার তা পুষিয়ে নেয়া অনেকটাই সম্ভব হবে। এবার ঈদের বাজারে কাপড়ের দাম অনেক বেশী হওয়ার অভিযোগ রয়েছে ক্রেতাদের।
এব্যাপারে শায়েস্তাগঞ্জ দাউদ নগর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ করম আলী বলেন, ক্রেতাদের কাছ থেকে কোন বিক্রেতারা অতিরিক্ত দাম নেয়নি। এমনিতেই মার্কেট গুলোতে বেচা কেনা কম। কোন বিক্রেতা যাতে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত দাম নিতে না পারেন এব্যাপারে ব্যবসায়ী নেতারা বিভিন্ন মার্কেট গুলোতে নজরদারি রাখছেন।
এদিকে ঈদ বাজার কে নির্বিঘ্নে করতে তৎপর রয়েছে আইন শৃঙ্কলা বাহিনী।
এব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব বলেন , উপজেলার প্রতিটি গুরুত্ব পূর্ন মার্কেট গুলোতে ও ব্যাংকে প্রশাসনের টেলিফোন ও মোবাইল নাম্বার দেয়া রয়েছে। তাছাড়া প্রতিটি মার্কেট ও বিপনী বিতান গুলোতে আইন শৃঙ্কলা বাহিনী নজরদারি রাখছে। কোন রকমের বিশৃঙ্কলা যাতে না হয় সে ব্যাপারে প্রশাসন তৎপর রয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj