শেখ হারুন,চুনারুঘাট থেকে :
চুনারুঘাট উপজেলার গাজীগঞ্জ বাজার "নিপা ভেরাইটিজ" ষ্টোরের(মুদির দোকান) কর্মচারী ফারুক মিয়ার বিরুদ্ধে ১ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে কর্মচারী ফারুক মিয়ার বিরুদ্ধে চুনারুঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন দোকান মালিক আবুল কালামের ছেলে সোহেল মিয়া।
দোকান কর্মচারী ফারুক মিয়া উপজেলার রাণীগাঁও ইউনিয়নের পশ্চিম পীরের গাঁও গ্রামের মৃত হিম্মত আলীর ছেলে।
এ ব্যপারে নিপা ভেরাইটিজ ষ্টোরের মালিক আবুল কালাম বলেন,গত সোমবার (২৫ এপ্রিল) বেলা ১১ টায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা থেকে তার পিকআপ গাড়ী দিয়ে ডিজেল তেল ক্রয় করে আনতে তাঁর দোকান কর্মচারী ফারুক মিয়ার কাছে ১ লক্ষ টাকা প্রদান করেন তিনি।
[caption id="attachment_85309" align="alignnone" width="680"] অভিযুক্ত দোকান কর্মচারী ফারুক মিয়া[/caption]
ফারুক মিয়া দোকানের তেল আনার জন্য শ্রীমঙ্গল থানার মেঘনা তেলের ডিপুর উদ্দেশ্যে পিকআপ গাড়ি নিয়ে রওয়ানা হয়।
গাড়ি চালক কামালের ভাষ্যমতে ফারুক মিয়া শ্রীমঙ্গল পৌরসভার চৌমহনা এলাকায় পৌছার পর গাড়ি চালককে বলে তাকে গাড়ি থেকে নামিয়ে দিলে সে পায়ে হেটে তেলের পাম্পে যাবে।ফারুকের কথা অনুযায়ী চালক তাকে গাড়ি থেকে নামিয়ে দিলে সে চালককে বলে তুমি গাড়ি নিয়ে মেঘনা তেলের ডিপুতে যাও আমি আসতেছি।দীর্ঘসময় পার হয়ে গেলেও ফারুক পাম্পে না যাওয়ায় চালক ফারুকের মোবাইল নাম্বারে কল দিলে নাম্বারটি বন্ধ দেখায়।তখন তাঁর সন্দেহ হলে দোকান মালিককে কল দিয়ে বিষয়টি অবগত করে।
এদিকে দোকান মালিক আবুল কালাম বলেন,গত ৫ বছর যাবত ফারুক মিয়া তাঁর দোকানে কর্মচারী হিসেবে কাজ করে আসছে।সেই সুবাদে তার কাছে তেল ক্রয়ের জন্য ১ লক্ষ টাকা দেন তিনি।
কর্মচারী টাকার লোভে পড়ে টাকা নিয়ে পালিয়ে তার মোবাইল ফোন বন্ধ করে কোথাও আত্মগোপনে রয়েছে ধারণা দোকান মালিকের।
এ ব্যাপারে নিপা ভেরাইটিজ ষ্টোরের স্বত্ত্বাধিকারী আবুল কালামের ছেলে সোহেল মিয়া বাদী হয়ে চুনারুঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ পাওয়ার পর চুনারুঘাট থানা থেকে এএসআই বাতেন আজ মঙ্গলবার বিকাল ৩টার দিকে নিপা ভেরাইটিজ ষ্টোরে এসে তদন্ত করে গেছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj