এস এইচ টিটু :
শায়েস্তাগঞ্জ উপজেলায় পুরোদমে চলছে লোডশেডিং। বিশেষ করে ইফতারের আগে অথবা পরে উপজেলা জুড়ে লোডশেডিং হচ্ছে।
ঘন ঘন লোডশেডিং ও দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় মুসল্লীসহ সাধারণ মানুষকে অসহ্য গরমে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আর ইফতার ও তারাবিতে বিদ্যুৎ না পেয়ে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে চরম ক্ষোভ ও অসন্তোষ।
শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর গ্রামের সাইফুল ইসলাম সাজু জানান, রমজানের শুরু থেকেই লোডশেডিং বেড়েছে। একদিকে তীব্র গরম, অন্যদিকে লোডশেডিং। এতে করে দীর্ঘক্ষণ মসজিদে তারাবির নামাজ আদায় করা মুসল্লিদের জন্য খুবই কষ্ট হচ্ছে।
উপজেলার সুরাবই গ্রামের তরুণ সমাজ সেবক গোলাম সারোয়ার উদ্দিন বাবলু বলেন, রমজান মাসেও লোডশেডিং বন্ধ নেই, রোজাদাররা তারাবীহ নামাজ ও সেহরীর সময় বিদ্যুৎ পায়না। ভোর-রাতে লোডশেডিং, সকালে লোডশেডিং, বিকালে লোডশেডিং প্রতিটি এলাকায় দিন রাতে ১০-১২ বার লোডশেডিং দেওয়া হচ্ছে।
উপজেলার বাছিরগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম সাইফ বলেন,দিনে ও রাতের বেলায় লোডশেডিংয়ের এমন নাজুক পরিস্থিতি আমাদের জীবনটাকে অসহ্য করে ফেলছে। লোডশেডিং এর কারণে বাড়িতে বাচ্চারা ঠিকমত পড়াশোনা করতে পারেনা এবং বিশেষ করে তারাবির নামাজের সময় লোডশেডিং যা মেনে নেওয়ার মত না।
শায়েস্তাগঞ্জ পৌর শহরে লোডশেডিং কম থাকলেও শহরের বাহিরে উপজেলা জুড়ে রয়েছে ঘনঘন লোডশেডিং এর ফলে জনসাধারণের মাঝে এক ধরনের ক্ষোভ বিরাজ করছে।
ক্ষোভ প্রকাশ করে জনসাধারণ এ প্রতিনিধিকে জানান, কয়েকদিন থেকে প্রতিদিন ইফতারের পর প্রায় এক ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। এই গরমে বিদ্যুৎ না থাকায় সাহরি ও ইফতার আরামে খেতে পারছি না।বিশেষ করে তারাবির নামাজের সময় লোডশেডিং যা মেনে নেওয়ার মত না। সেই সাথে ঘন ঘন লোডশেডিং ও গরমে রাতে ঠিকভাবে ঘুমাতেও সমস্যা দেখা দিয়েছে। সামনে এসএসসি পরীক্ষা শিক্ষার্থীরা লোডশেডিংয়ের কারণে নিয়মিত লেখাপড়া করতে পারছে না।
জানা যায়, রমজান মাসে ইফতার, তারাবির নামাজ ও সাহরির সময় লোডশেডিং না দিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তরফ থেকে নির্দেশনা থাকলেও তা কার্যকর হচ্ছে না।
রমজানে তীব্র গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে ক্ষুব্ধ উপজেলাবাসী। প্রতিনিয়তই নষ্ট হচ্ছে বৈদু্যতিক বাল্ব, সিলিং ফ্যান, পানির পাম্প, সেচ মেশিনসহ ইলেকট্রিক্যাল যন্ত্রাংশ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj