নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের মাধবপুরে কাল বৈশাখী ঝড়ে প্রায় শতাধিক ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়েছে। উঠতি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বড় বড় গাছ উপড়ে পড়ে বৈদ্যুতিক তার ছিঁড়ে গেছে।
আজ সোমবার ভোর রাতে মাধবপুর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের উপর দিয়ে কাল বৈশাখী ঝড় বয়ে যায়। ঝড়ে চৌমুহনী ইউনিয়নের তিনগাঁও, হবিবপুর, বিষ্ণুপুর গ্রামের অর্ধ শতাধিক পাকা, আধা পাকা ঘরের চাউনি উড়িয়ে নিয়ে যায়।
তিনগাও গ্রামের সালেক মিয়া, আব্দুর রহমান, আব্দুল ওয়াহেদ, হবিবপুর গ্রামের তাজন মিয়া, হুসাইন আহামদ, রফিক মিয়া, উমর আলী, আস্কর আলী, কাছম আলীসহ বেশ কিছু লোকের ঘরবাড়ি বিধ্বস্ত হয়।
এছাড়া ধর্মঘর, বহর , আদাঐর ইউনিয়নের বেশ কিছু বাড়িঘর বিধ্বস্ত হয়েছে । তাছাড়া ঝড়ে অনেক এলাকার বৈদ্যুতিক লাইন ছিঁড়ে গিয়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। ঝড়ে উঠতি ফসলের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে।
চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।
মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান জানান, ঝড়ে ৫ হেক্টর সবজি, ১৫ হেক্টর বোরো ধানের আংশিক ক্ষতি হয়েছে।
মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা পেলে তাদের সহযোগিতা করা হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj