স্টাফ রিপোর্টার :
৪০তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপের টায়ার-২ এর খেলায় টানা দ্বিতীয় জয় পেয়েছে হবিগঞ্জ জেলা। ময়মনসিংহ স্টেডিয়ামে মঙ্গলবার হবিগঞ্জ জেলা ৮উইকেটের বিশাল ব্যবধানে রাঙ্গামাটি জেলাকে পরাজিত করে।
এর আগে ৩ এপ্রিল সুনামগঞ্জ জেলাকে ২উইকেটে পরাজিত করেছিল হবিগঞ্জ জেলা। আগামী ৯ এপ্রিল একই মাঠে শেষ খেলায় হবিগঞ্জ লড়বে কক্সবাজারের সাথে। সেই খেলায় জয়লাভ করতে পারলে হবিগঞ্জ আগামীতে শক্তিশালী দলগুলোকে নিয়ে গঠিত টায়ার-১ এ খেলার যোগ্যতা অর্জন করবে।
মঙ্গলবার টসে জয়লাভ করে রাঙ্গামাটি জেলা প্রথমে ব্যাটিং করতে নেমে মাত্র ২৩ ওভারে ৮৯ রান সংগ্রহ করে অল আউট হয়ে যায়। হবিগঞ্জের লেগ স্পিনার হিমেল ৪টি ও বামহাতি মিডিয়ার পেস বোলার আনসার পায় ২উইকেট। জবাবে হবিগঞ্জ মাত্র ১৭.৩ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছায়। হবিগঞ্জের জয় সর্বোচ্চ ৫৮ রান সংগ্রহ করে।
হবিগঞ্জ দলের এই সফলতায় সকল খেলোয়াড় ও অফিসিয়ালকে ধন্যবাদ জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বদরুল আলম।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj