সৈয়দ সালিক আহমেদ :
হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ২দিন ব্যাপি হয়ে গেল জমকালো লোক উৎসব ও বাউল মেলা। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত বাউল শিল্পীদের গানে উচ্ছাস ছড়িয়ে পড়ে হাজারো দর্শকের মাঝে। তাদের কণ্ঠে ভেসে ওঠে আমাদের হাজার বছরের ঐতিহ্য আর গ্রাম বাংলার হারিয়ে যাওয়া সংস্কৃতির কথা।
২দিন ব্যাপি বাউল উৎসবে জেলার বিভিন্ন স্থান থেকে সকল বয়সী দর্শকদের উপচেপড়া উপস্থিতি ছিল। প্রশাসনের কঠোর নিরাপত্তা বেষ্টনীতে মুহমুহ করতালি আর নানান বয়সী মানুষের বাধভাঙ্গা নৃত্যে মুখরিত হয়ে উঠে নীমতলা প্রাঙ্গন।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে রবিবার থেকে শুরু হয়ে সোমবার পর্যন্ত চলে এই লোক উৎসব।
জেলা প্রশাসক ইশরাত জাহান বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর হবিগঞ্জ সিলেট সুনামগঞ্জ নেত্রকোণা কুষ্টিয়া যশোর জেলা থেকে আসা চন্দনা মজুমদার, কিরণ চন্দ্র রায়, সামসেল হক চিশতি বাউল, বাউল শিল্পী আব্দুর রহমান, আশিক, লালন একাডেমির শিল্পীসহ বিভিন্ন শিল্পীরা একে একে লালন গীতি, শাহ আব্দুল করিম, হাসন রাজা, সিলেটের ঐতিহ্যবাহী বিয়ের গান, ডামাইল গানসহ বিভিন্ন গান পরিবেশন করেন।
সমাপনি অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, আমাদের তরুণ প্রজন্মকে মাদকের অবক্ষয় থেকে মুক্ত রাখতে সুস্থ্য বিনোদনের প্রয়োজন। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে সুস্থ্য বাউল গানের পাশাপাশি গ্রাম বাংলার হারিয়ে যাওয়া সংস্কৃতিকে দর্শকের মাঝে উস্থাপনের চেষ্টা করেছি।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj