বাহুবল প্রতিনিধি :
বাহুবল উপজেলার হোসেনপুর গ্রামে পারিবারিক দুটি মন্দিরে দূঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। রাতের আঁধারে চোরেরা মন্দির দুটিতে হানা দিয়ে নিয়ে গেছে মূল্যবান মালামাল। বুধবার (২৩ মার্চ) দিবাগত গভীর রাতে উপজেলার হোসেনপুর গ্রামে দুটি মন্দিরে চুরি সংঘটিত হয়।
জানা যায়, উপজেলার ১নং স্নানঘাট ইউনিয়নের হোসেনপুর গ্রামের সত্যেন্দ্র দাসের মা শৈলজা রাণী দাস বুধবার রাত সাড়ে ৯টার দিকে পারিবারিক কৃষ্ণ মন্দিরে পূজা শেষ করে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।বৃহস্পতিবার ( ২৪ মার্চ) ভোরে ঘুম থেকে উঠে কৃষ্ণ মন্দিরের তালা ভেঙে চুরির ঘটনা দেখতে পান। চোরেরা মন্দিরে রক্ষিত দুটি কর্তাল, পিতলের থালা-বাসন, একটি ধুপদানী, বিভিন্ন আসবাবপত্র সহ প্রায় ২০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে।
একই রাতে ওই গ্রামের সত্যেন্দ্র দাসের প্রতিবেশী নারায়ণ চন্দ্র দাসের দুর্গা মন্দিরে তালা ভেঙে একটি ঘন্টা, একটি ধুপদানী, দুটি কর্তাল, দুটি পিতলের বাটি সহ প্রায় ৩০ হাজার টাকার মালামাল নিয়ে যায় চোরেরা। এভাবে উপজেলার বিভিন্ন স্থানে চুরির ঘটনা ঘটছে।
এব্যাপারে উপজেলা হিন্দু বৌদ্ধ-৫খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সত্যেন্দ্র দাসের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইদানিং এলাকায় চুরি বৃদ্ধি পেয়েছে।বুধবার দিবাগত গভীর রাতে আমাদের কৃষ্ণ মন্দির ও আমাদের প্রতিবেশী নারায়ণ চন্দ্র দাসের শ্রী শ্রী দুর্গা মন্দিরে চুরি সংঘটিত হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj