স্টাফ রিপোর্টার :
মাধবপুর উপজেলার বিএইচএল সিরামিক্স কোম্পানীর ৪০০কাটুর্ন সিরামিক্স টাইলস উদ্ধার করেছে মাধবপুর থানা পুলিশ। এসময় ফেনি ছাগলনাইয়া উপজেলার হরিপুর গ্রামের মোঃ ইউনুস এর ছেলে ট্রাক চালক আলী হোসেন ওরফে মোঃ অনিক (২৮) ও ফেনি সদর উপজেলার পশ্চিম বিজয় সিংহ গ্রামের খোকন মিয়ার ছেলে মোঃ রিয়াদ (২০) সহ একটি ট্রাক আটক করা হয়।
মাধবপুর থানা পুলিশ সুত্রে জানা যায়, গত ১০মার্চ রাতে বিএইচএল সিরামিক্স কোম্পানী থেকে ৪০০ কাটুর্নে ৩লক্ষ ৬৭ হাজার ৭৬৫ টাকা মুল্যের সিরামিক্স নিয়ে একটি ট্রাকে (ফেনি ড-১১-০৭৩৫) করে কুমিল্লার দেবিদ্বার বাজারের উদ্দেশ্যে রওয়ানা দেয়।
যথা সময়ে না পৌছায় পরের দিন কোম্পানীর পক্ষ থেকে চালকের সাথে যোগাযোগ করা হলে সে জানান, পথিমধ্যে গাড়ীর চাকা পাংচার হয়ে গেছে। এরপর থেকে চালকের সাথে কোম্পানীর লোকজন আর যোগাযোগ করতে পারে নাই, সে তার মোবাইল বন্ধ করে দেয়।
পরবতর্ীতে ১৭মার্চে কোম্পানীর পক্ষ থেকে এবিষয়ে মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের পর সাব ইন্সপেক্টর (এসআই) শামসুল আরেফিনের নেতৃত্বে ফেনি জেলায় অভিযান পরিচালনা করে ট্রাক এবং আসামীদেরকে আটক করা হয়।
পরে তাদের দেওয়া স্বীকারোক্তিতে কুমিল্লার চৌদ্দ গ্রাম থেকে ৪০০ কাটুর্ন টাইলস উদ্ধার করা হয়। গতকাল সোমবার আসামীদেরকে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ঝুমু সরকারের আদালতে হাজির করা হলে আসামীরা ১৬৪ ধারায় স্বীকারোক্তি প্রদান করলে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj