মাধবপুর প্রতিনিধি :
সয়াবিন তেল,মসুরের ডাল ও চিনি বিক্রির মাধ্যমে হবিগঞ্জে মাধবপুর পৌরসভায় রবিবার (২০ মার্চ) থেকে শুরু হলো ফ্যামিলি কার্ডে টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) পণ্য বিক্রি। বেলা সাড়ে ১০টার দিকে উপজেলা মাধবপুর পৌরসভার কার্যালয়ে সামনে পণ্য বিক্রি কার্যক্রমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের আরডিসি ও নিবার্হী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান।
জানা যায়, একটি কার্ডের বিপরীতে দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি চিনি ও দুই কেজি মসুরের ডাল যথাক্রমে ২২০, ১১০ এবং ১৩০ টাকা মোট ৪৬০ টাকার প্যাকেজে বিক্রি করা হচ্ছে। আজ মাধবপুর পৌরসভার ৩,৫,৯নং ওয়ার্ডের তালিকাভুক্ত সদস্যের মধ্যে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। সকাল সাড়ে ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই কার্যক্রম চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে নিবার্হী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান বলেন, নির্ধারিত মূল্যে টিসিবির মাধ্যমে পণ্য বিক্রির কার্যক্রম আনুষ্ঠানিভাবে উদ্বোধন করা হলো। দুই দফায় এই খাদ্যপণ্য বিক্রি করা হবে। প্রথম দফার কার্যক্রম শুরু হলো; আর একবার রমজানের শুরুতে পণ্য বিক্রি করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মানিক, এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান,প্যানেল মেয়র মোবারক হোসেন, কাউন্সিলর দুলাল খাঁ, কাউন্সিলর আফজাল পাঠানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj