এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় পদক্ষেপ গণ পাঠাগারের স্থায়ী ভবন 'এডভোকেট শুকুর মুহাম্মদ মাস্টার ভবন'নামকরণ করে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ ই মার্চ)বিকাল ৪টায় পৌরসভার পীরের বাজার খাদ্য গুদাম সংলগ্ন পদক্ষেপ গণ পাঠাগারের স্হায়ী জমিতে অর্থ মন্ত্রণালয়ের উপ সচিব মোস্তফা মোর্শেদের সভাপতিত্ত্বে যুগ্ম সম্পাদক এস এম মিজান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক, পৌরসভার মেয়র সাইফুল আলম রুবেল,উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান মহালদার,পাঠাগারের উপদেষ্টা সদস্য সৈয়দ মোদাব্বের হোসেন,নজরুল একাডেমি আহ্বায়ক ঈমান আলী।
পদক্ষেপ গণ পাঠাগারের আয়োজনে তিন শতক জমির উপরে স্থায়ী ভাবে ভবন নির্মাণের লক্ষ্যে ভূমিদাতা আহসানুল হক সেবকের বাবা প্রয়াত এডভোকেট শুকুর মুহাম্মদ মাস্টার ভবন নামকরণ করে উপস্থিত অতিথিসহ পদক্ষেপ গণ পাঠাগারের পরিচালনা কার্যকরী কমিটি,প্রতিষ্টাতা সদস্য ও শুভাকাঙ্ক্ষী স্থানীয়দের নিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
এসময় পদক্ষেপ গণ পাঠাগারের পক্ষ থেকে স্থায়ী যাতায়াতের স্বার্থে রাস্তা তৈরিকরণ সহ উন্নয়ন কাজের সহযোগিতা চাওয়া হলে উপস্থিত স্থানীয় প্রতিনিধিগণ সহযোগিতা ও ব্যবস্থার আশ্বাস দেন।এছাড়াও পদক্ষেপ গণ পাঠাগার স্হায়ী আলো ছড়াবে বলে সকল কে পাশে থাকার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন চুনারুঘাট সাহিত্য সংস্কৃতি পরিষদ সহ সভাপতি মোক্তাদির কৃষাণ চৌধুরী, ধামালি সভাপতি এডভোকেট মোস্তাক বাহার,পদক্ষেপ গণ পাঠাগারের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল,হুমায়ুন কবীর চৌধুরী,অর্থ সম্পাদক হুমায়ুন কবির মিলন,প্রচার সম্পাদক নুর উদ্দিন, পরিবেশ সম্পাদক ফুলমিয়া খন্দকার মায়া,পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শেখ জামাল,পাঠাগারের সদস্য আবুল কাসেম সহ স্থানীয় বাসিন্দাগণ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj