নবীগঞ্জ প্রতিনিধি :
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বহুল প্রতিক্ষিত হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অবিভাবক সদস্য পদে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
গতকাল রবিবার (১৩ মার্চ) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিদ্যালয়ের একটি কক্ষে ভোট গ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে নবীগঞ্জ উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা দায়িত্ব পালন করেন।
ভোট গণনা শেষে নির্বাচনের প্রিজাইটিং অফিসার মাকসুদুল আলম সবার উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন।
অবিভাবক সদস্য পদে ৭ জন প্রার্থী উক্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। অভিভাবক সদস্য পদে আব্দুস শহীদ (ছাতা) প্রতীক নিয়ে ৩৩৬ ভোট, সাংবাদিক আশাহীদ আলী আশা (দোয়াত কলম) প্রতীকে ৩০৮ ভোট, চেরাগ আলী (গোলাপ ফুল) প্রতীকে ২৭৬ ভোট ও নূর আলী (দেয়াল ঘড়ি) প্রতীকে ১৮৮ ভোট পেয়ে অবিভাভক সদস্য পদে নির্বাচিত হয়েছেন। অপর প্রতিদ্বন্দ্বি প্রার্থী চঞ্চল রায় (বই) প্রতীকে পেয়েছেন ১৮১, মঈনুল হোসেন (মাছ) প্রতীকে পেয়েছেন ১২৩ ভোট ও মোশাহিদ আলী (চেয়ার) প্রতীকে পেয়েছেন ১১২ ভোট। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ জনপ্রতিনিধি, শিক্ষক অবিভাভকবৃন্দ ভোট কেন্দ্রে উপস্থিত ছিলেন।
ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রিজাইটিং অফিসারের দায়িত্ব পালন করেন নবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাকসুদুল আলম। তিনি জানান, নির্বাচনে তফসিল ঘোষণার পর করোনা বৃদ্ধি ও অনিবার্য কারণ বসত নির্বাচন পিছিয়ে অবশেষে ১৩ মার্চ সুন্দর ও সুষ্ঠুভাবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ভোটার, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় আজ নির্বাচন সম্পন্ন হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj