স্টাফ রিপোর্টার ॥
স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. মোকাব্বির হোসেন বলেছেন, কোন পরিবারে মাদকাসক্ত কেউ না থাকলেই নিশ্চিত থাকা যাবে না। কারন যে কোন সময় মাদক ঘরে প্রবেশ করতে পারে। বর্তমানে আমাদের দেশে যুব সমাজের সংখ্যা বেশী। কিন্তু যেভাবে মাদকের আগ্রাসন চলছে আগামী ১০ বছর পর আমাদের যুব সম্পদ না হয়ে হবে প্যারালাইজড জনগোষ্ঠীতে পরিণত হবে।
দেশের কারাগারগুলোতে থাকা আসামীদের ৬০ শতাংশই মাদক মামলার আসামী। সমাজে কর্মসংস্থান ও আর্থিক স্বক্ষমতা বৃদ্ধির সাথে সাথে দুটি সমস্যা বৃদ্ধি পেয়েছে। একটি হল মাদক আর অন্যটি মোবাইলের অপব্যবহার। এই চিত্র বদলানোর জন্য আমরা সর্বাতক উদ্যোগ নিয়েছি।
তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ সার্কিট হাউজ সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সুরক্ষা সেবা বিভাগের কার্যক্রম সম্পর্কে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা গুলো বলেন। জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে এই মতবিনিময় সভায় সচিবের স্ত্রীসহ সরকারী বিভিন্ন দপ্তরের প্রধানগণ আলোচনায় অংশ নেন।
তিনি আরও বলেন, ‘সমাজে মানুষ ঘুষ ও দুর্নীতি করে সঞ্চয়ের জন্য। কিন্তু অবৈধ উপায়ে অর্জিত সম্পদ ভোগ করার কোন নিশ্চয়তা কারো নেই, এই সম্পদ কোন কাজে আসবেনা। সম্পদ সুস্থ থাকা আর বেচে থাকার গ্যারান্টি দেয় না। বেচে থাকার জন্য এবং নিজেকে সুস্থ রাখার জন্য সম্পদের প্রয়োজন রয়েছে এটা ভাবার কোন কারণ নেই। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, উপপরিচালক স্তানীয় সরকার বিভাগ মোহাম্মদ নাজমুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু চৌধুরী, সচিব পত্নী মিসেস ফারজানা মোকাব্বির প্রমুখ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj