সৈয়দ সালিক আহমেদ :
নারীরা আজ সমাজ রাষ্ট্র কোন ক্ষেত্রে পিছিয়ে নেই। প্রতিটি কর্মক্ষেত্রে তারা সক্রিয়ভাবে কর্মদক্ষতার স্বাক্ষর রেখে চলছে। বাংলাদেশের নারীরা আজ সচিব, বিচারক, সশস্ত্র বাহিনীসহ অনেক গুরুত্বপূর্ণ পদে অত্যান্ত সফলতার সাথে দায়িত্ব পালন করছেন।
তাছাড়া নারীরা আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে বিশ্বে অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করেছেন। তাই জেন্ডার বৈষম্য ভূলে টেকসই উন্নয়নের জন্য নারীদের কর্মদক্ষতা এবং সফলতাকে কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশ বির্নিমানে এগিয়ে আসতে হবে।
তিনি গতকাল মঙ্গলবার "টেকসই আগামীর জন্য-জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য" এইপ্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জ জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
সভায় জানানো হয় যে, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডাব্লিউইএফ) সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, নারী এবং পুরুষের সমতার দিক থেকে বিশ্বের ১৫৬টি দেশের মধ্যে বাংলাদেশ ৬৫তম অবস্থানে আর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে প্রথম অবস্থানে। নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে ৭ম।
দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, মহিলা বিষয়ক অধিদপ্তর হবিগঞ্জের উপ-পরিচালক মোঃ মাহবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজা আক্তার শিমুল, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আব্দুল বাছির, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আবদুল্লা ভূঁইয়া, জেলা তথ্য কর্মকর্তা পবন চৌধুরী, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা, মহিলা বীর মুক্তিযোদ্ধা ফাতেমা বেগম, ব্রাকের জেলা সমন্বয়কারী আতাউর রহমান প্রমুখ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj