আব্দুল হক রেনু শায়েস্তাগঞ্জ :
আজ ৯ই মার্চ২০২২ বুধবার হতে শুরু হচ্ছে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড ) এর ইবতেদায়্যিয়া, মুতাওয়াসসিতাহ, সানাবিয়া, ফজিলত ও হিফযুল কুরআন সহ মোট পাঁচটি স্তরে, সারাদেশে একই সাথে (১৪৪২/৪৩) হিজরী শিক্ষাবর্ষের ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষা।
এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ জেলায় মোট ৩৩টি কেন্দ্রে ৪২৫৩জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করছে। পরীক্ষা কেন্দ্র গুলি হলো, জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগর হবিগঞ্জ, জামিয়া ইসলামিয়া কওমিয়া শামসুল উলুম চুনারুঘাট, জামিয়া ইসলামিয়া দারুল কুরআন বানিয়াচং, জামেয়া ইসলামিয়া আরাবিয়া ইমামবাড়ী নবীগঞ্জ, জামেয়া ইসলামিয়া রুহুল উলুম নুরগাও নবীগঞ্জ, দারুস সুন্নাহ শামসুল উলুম ইসলামিয়া মাদ্রাসা মুড়িয়াউক লাখাই, জামিয়া কাসিমুল উলুম বাহুবল, জামিয়া মাহমুদিয়া হামিদনগর বাহুবল, জামিয়া হুসাইনিয়া মিরপুর বাহুবল, মাদ্রাসা ইসলামিয়া কাসেমুল উলুম খরকি মাধবপুর, মাদ্রাসায়ে দারুল উলুম ইসলামিয়া হরষপুর, মাধবপুর, জামিয়া শরিয়্যাহ মহিলা মাদ্রাসা তেতৈয়া হবিগঞ্জ, জান্নাতুল মাওয়া মহিলা মাদ্রাসা হবিগঞ্জ, জান্নাতুল ফেরদাউস মহিলা মাদ্রাসা হবিগঞ্জ, রওজাতুল জান্নাত মহিলা মাদ্রাসা হবিগঞ্জ, জামিয়াতু উসয়াতিল হাসানাহ আল হাসিমিয়্যাহ শাহপুর বানিয়াচং, জামেয়া ইসলামিয়া ফয়েজে আম মহিলা মাদ্রাসা গুনই, হযরত আয়েশা সিদ্দীকা রাঃ মহিলা মাদ্রাসা দৌলতপুর বানিয়াচং, আল জামেয়াতুত ত্বায়্যিবা কওমি মহিলা মাদ্রাসা আদম খানি বানিয়াচং, ফাতেমা তুয জাহরা রাঃ ইসলামিয়া মহিলা মাদ্রাসা বাগান বাড়ি বানিয়াচং, জামিয়া ইসলামিয়া আরাবিয়া ইমামবাড়ী নবীগঞ্জ, খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা নবীগঞ্জ, খাইরুন নেসা ইসলামিয়া মহিলা মাদ্রাসা পূর্ব দেবপাড়া নবীগঞ্জ, আমেনা চৌধুরী মহিলা মাদ্রাসা তেঘরিয়া লাখাই, জামেয়া ইসলামিয়া নুরুন্নিসা বামৈ লাখাই, জান্নাতুল নাঈম ইসলামিয়া মহিলা মাদ্রাসা সিংহগ্রাম লাখাই, ভাদিকারা উম্মে কুলসুম মহিলা মাদ্রাসা লাখাই, খাতুনে জান্নাত রাঃ মহিলা মাদ্রাসা কালিশিরী চুনারুঘাট, মাজিদিয়া ইসলামিয়া চলিতাবাড়ী মহিলা মাদ্রাসা সাতকাপন বাহুবল, আবুল হাশিম ইসলামিয়া মহিলা মাদরাসা বাহুবল, জামিয়া ফারুকিয়া রাহাতুল জান্নাহ মাধবপুর, জামিয়া আয়েশা সিদ্দীকা রাঃ মহিলা মাদ্রাসা মাধবপুর। জামিয়া মাদানিয়া আদম খানি বানিয়াচং।
এছাড়াও আল-হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল মাদারিসিল কওমিয়া সম্মিলিত ৬টি বোর্ড )এর অধীনে আগামী ২১ মার্চ হতে শুরু হবে তাকমিল (মাস্টার্স সমমান )পরীক্ষা। তাকমিল পরীক্ষার কেন্দ্র গুলো হচ্ছে (পুরুষ) জামিয়া কৌমিয়া শামসুল উলুম টাইটেল মাদ্রাসা চুনারুঘাট (মহিলা)জামিয়া শরিইয়্যাহ ধুলিয়াখাল ও জান্নাতুল মাওয়া হবিগঞ্জ।
উল্লেখিত কেন্দ্রসমূহের সুষ্ঠু সুন্দর ও সুচারুরূপে পরীক্ষা সম্পাদনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক সহযোগিতা কামনা করেছেন, বেফাক হবিগঞ্জ জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ আকিলপুরী ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুছ নোমান।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj