রুবেল আহম্মেদ, মাধবপুর :
যমুনা গ্রুপের সর্ববৃহৎ শিল্প প্রতিষ্টান যমুনা স্পিনিং মিলস্ লিঃ (ইউনিট-২) হবিগঞ্জ এর মাধবপুরে মহা ব্যবস্থাপক (কারিগরী) ও ইউনিট হেড হিসেবে কর্মরত আছেন বাহার উদ্দীন।
পুরু নাম ইঞ্জিনিয়ার কবি বাহার উদ্দীন টিটু। তার বাবা মরহুম আব্দুল খালেক ছিলেন বাংলাদেশ বনশিল্প উন্নয়ন অধিনস্থ একজন কর্মকর্তা। মা সদ্য প্রয়াত সামসুন্নাহার একজন জন দরদী, ধর্মপ্রান, মহয়ষী নারী। এক ভাই এক বোনের মধ্য তিনি বড়।
শিক্ষা জীবনে তিনি ১৯৯৭ সালে ইন্সটিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার বেগমগঞ্জ, নোয়াখালী থেকে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং পরবর্তীতে অতীশ দীপংকর ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজী উত্তরা, ঢাকা থেকে বি এস.সি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাশ করেন।
কর্মজীবনে তিনি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানী পারটেক্স গ্রুপ, আকিজ গ্রুপ, পাকিজা গ্রুপ ও এশিয়ান গ্রুপসহ বিভিন্ন গ্রুপে বিভাগীয় প্রধান, ইউনিট প্রধান হিসেবে কর্মরত থেকে দেশের বস্রশিল্পের উন্নয়ন অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
নিজের পেশার পাশাপাশি নানা ধরণের লেখালেখিও করেন তিনি, ইতিমধ্য তার লেখা কতগুলা বইও বের হয়েছে। তার লেখা কাব্যগ্রন্থ গুলো হলো- মৌবন, স্বজন সোহাগ, রূপ মানবী, ভোগান্তিন লোনাজল(গীতি কাব্য),২০২১শে বই মেলায় প্রকাশিত বই, ভালোবাসার মনোবিশ্লেষণ। এছাড়াও আঞ্চলিক কাব্যগ্রন্থ "নোয়াখালির জবানবন্ধি"। শিশুদের জন্যও লিখেছেন ছড়ার বই " ছন্দ ছড়ায় আমার দেশ"। ২০২০ অমর একুশে গন্থমেলায় প্রকাশিত উপন্যাস আত্মার অপূর্ণ সাধ। এবং তিনি গবেষণা মূলক কিছু বইও লিখেছেন, কোয়ালিটি অফ এক্সপার্ট ইয়ার্ণ ২০০৪, এন ইসেন্টিয়াল মেথড ফর স্পিনিং মিলস ২০০৮, এ বুক ফর স্পিনিং সলোয়েশন ২০২১।
দৈনিক শায়েস্তাগঞ্জ এর প্রতিবেদক তার সাথে স্বাক্ষাৎ করলে তিনি তার প্রকাশিত বই কোয়ালিটি অফ এক্সপার্ট ইয়ার্ণ এর একটি সৌজন্য কপি উপহার দেন। এসময় তিনি বলেন, বিভিন্ন ব্যস্ততার মাঝেও আমি অল্প একটু লেখালেখি করি। তবে আমার এ লেখা চলমান থাকবে। আশা করি আরো নতুন নতুন লেখা বই নিয়ে আপনাদের মাঝে উপহার দিব।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj