স্টাফ রির্পোটার ॥
ইসলামিক ফাউন্ডেশনের জীববৈচিত্র বিষয়ক প্রশিক্ষণে বক্তাগণ বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন সার্বভৌম বাংলাদেশে যাতে কেউ শান্তিপূর্ণ সমাজ কাঠামোকে বিভাজিত করতে না পারে এবং ধর্মের নাম ভাঙ্গিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে না পারে এ উদ্দ্যেশে দেশের সর্বস্তরের আলেম ওলামাদের নিয়ে ধর্মীয় বিষয়ে গবেষণা, সমকালীন সমস্যা সমাধানকল্পে দ্বীনিচর্চার একটি প্লাটফর্ম হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন। সেজন্য ইসলামিক ফাউন্ডেশনের প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মাধ্যমে হাওর অঞ্চরে মানুষের জীবনমান উন্নয়ন, জীববৈচিত্র সংরক্ষণ এবং টেকসই উন্নয়নের জন্য জনগণকে উদ্ধুদ্বকরণের লক্ষ্যে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে।
গতকাল শনিবার ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা কার্যালয়ে হাওর এলাকায় জনগনের জীবনমান উন্নয়ন ও জীববৈচিত্র সংরক্ষনের ইমামদের মাধ্যমে উদ্ধুদ্ধুকরণ কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় মাধবপুর উপজেলার খতীবদের অংশগ্রহণে হাওর অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা, জীববৈচিত্র সংরক্ষণ ও মানুষের জীবনমান উন্নয়ন বিষয়ক ৩দিন ব্যাপি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে বক্তাগণ একথা বলেন। প্রশিক্ষণে মাধবপুর উপজেলার ১০০জন ইমাম ও খতিব অংশগ্রহণ করেন।
ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, বিটিভি জেলা প্রতিনিধি মোঃ আলমগীর খান সাদেক, বায়তুল আমান জামে মসজিদের খতিব মুফতি আলমগীর হোসাইন সাইফী, ফিল্ড অফিসার মোঃ আব্দুল আওয়াল, হাফিজ আব্দুল আজিজ, মাওলানা মোঃ আজিজুর রহমান, মাওলানা তাজুল ইসলাম, হাফিজ সারোয়ার হোসাইন প্রমুখ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj