বানিয়াচং প্রতিনিধি:
হবিগঞ্জের বানিয়াচংয়ে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য সহ মন্দির চুরি মামলার পলাতক আসামী ও বিভিন্ন গ্রেফতারী পরোয়ানা ভুক্ত ছয় পলাতক আসামীকে পৃথক পৃথক অভিযানে গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ২৭ ফেব্রুয়ারি দিবাগত রাতে উপজেলা সদরের ৪ নং দক্ষিন পশ্চিম ইউনিয়নের শরীফখানি এলাকায় একদল ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্র সহ জন-সাধারনের বাড়ী-ঘরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো, বিষয়টি এলাকা বাসী আঁচ করতে পেরে থানা পুলিশকে অবগত করা হয়।
খবর পেয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন’র দিক- নির্দেশনায় অত্র থানায় কর্মরত এসআই (নিঃ) মোঃ শামছুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ তাৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য যাত্রা পাশা ( পশ্চিম গড়পাড় গ্রামের) নবী হোসেন মিয়ার পুত্র নুরুল হক (৩৬) এবং মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার রাউতগাঁও গ্রামের মৃত চাঁন মিয়া শেখের পুত্র শেখ আশিক মিয়া ওরফে আরিফ (৪০) কে রাত ৩ ঘটিকায় গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত লোহার রড, রামদা, শাবল, রশি ইত্যাদি উদ্ধার করা হয়।
খোঁজ নিয়ে জানা যায় আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রুজু আছে।
অপরদিকে, ২৮ ফেব্রুয়ারি দিবাগত রাতে অত্র থানায় কর্মরত এএসআই সন্তোষ চৌধুরী, এএসআই মোঃ তোহা, এএসআই সাদ্দাম হোসেন সংগীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে মন্দিরে মূর্তি চুরি মামলার পলাতক আসামি ৯ নং পুকড়া ইউনিয়নের পশ্চিম পুকড়া গ্রামের মৃত নেপাল দাসের পুত্র সবুজ দাস( ৩০) মন্দির চুরি মামলার পলাতক আসামী সবুজ দাস(৩০), পিতা-মৃত নেপাল দাস সহ মর্দনপুর গ্রামের গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ইরফান হোসেন(৩৮), পিতা-নসিব আলী ও বড়ইউরি গ্রামের মোঃ মোতাহের মিয়া, পিতা-আউয়াল মিয়া, মোঃ সহিদ মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এমরান হোসেন জানান, আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাঁকে কারাগারে পাঠিয়েছেন। তিনি আরো বলেন, সকল প্রকার অপরাধ দমনে নিয়মিত এই অভিযান অভ্যাহত থাকবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj