স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান বলেছেন, মানুষের জন্য সেবার মন মানসিকতা নিয়ে কাজ করা আমাদের সকলের দ্বায়িত্ব। করোনাকালীন সময়ে মানুষের মাঝে এক ধরণের অজানা আতংক বিরাজ করলেও সরকারী বেসরকারী সকল কর্মকতার্ ও কর্মচারীরা ছিল সাধারণ মানুষের পাশে।
সরকারের নির্দেশনা অনুযায়ী প্রশাসন এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকতার্ কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমের কারণে করোনাকালীন সময়ে আপদ মোকাবেলা করা সম্ভব হয়েছে। তিনি গতকাল সোমবার সকালে হবিগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের মাসিক সমন্বয় সভায় প্রধান অথিতির বক্তব্যে একথা বলেন।
তিনি আরো বলেন, হাওর বেষ্ঠিত হবিগঞ্জ জেলায় সেবাদানকারীদের আন্তরিকতা এবং প্রাতিষ্ঠানিক ডেলিভারী বৃদ্ধি পাওয়ার কারণে মাতৃ ও শিশু মৃত্যুর হার বিগত বছরের তুলনায় অনেক কমে এসেছে বলে প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। গর্ভকালীন সময়ে মায়েদের সেবা গ্রহণের হার বৃদ্ধি পেয়েছে। ইলেক্ট্রনিকস এম আই এস সিস্টেমের কারণে কাজের গতি ও মূল্যায়ন করা সহজতর হয়েছে।
গর্ভকালীন এবং প্রসবকালীন বিভিন্ন তথ্য মোবাইল ফোনে মায়েদের কাছে পৌছে যাওয়ার কারণে সেবা গ্রহণের হার বৃদ্ধি পেয়েছে। তাই এই অগ্রগতির ধারাবাহিকতা সবাইকে ধরে রাখতে হবে।
এসময় জেলা পরিবার পরিকল্পনা বিভাগের পক্ষ থেকে অগ্রগতি বিষয়ক একটি প্রতিবেদন উপস্থাপনা করা হয়।
উপপরিচালক পরিবার পরিকল্পনা মীর সাজেদুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপপরিচালক ডাঃ নাসিমা খানম ইভা, সহকারী পরিচালক ক্লিনিকেল কন্ট্রাসেপশন ডাঃ মোঃ আব্দুর রব মোল্লা, মেডিকেল অফিসার ক্লিনিক ডাঃ আকলিমা তাহেরী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মাহমুদ পারভেজ, সেইভ দা চিলড্রেন মামনি প্রজেক্টের ব্যবস্থাপক জেলা বাস্তবায়ন রওশনআরা বেগম, ব্যবস্থাপক এমআইএস শাকিল আহমেদ খান, সীমান্তিক জেলা সমন্বয়কারী দিলীপ চন্দ্র দাস প্রমুখ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj