জামাল হোসেন লিটন,চুনারুঘাট:
চুনারুঘাট উপজেলার চাঁন্দপুর চা বাগানে আলোর ভুবন পাঠাগারে বই উপহার ও শীতবস্ত্র বিতরণের মধ্যদিয়ে ডা. জমির-তাহমিনা ফাউন্ডেশন হবিগঞ্জের আত্মপ্রকাশ ঘটে।
শনিবার (৫ ফেব্রুয়ারী) বিকাল ৪.০০ ঘটিকায় আলোর ভুবন পাঠাগারের প্রতিষ্ঠাতা ও স্থানীয় মেম্বার নৃপেন পালের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. জমির-তাহমিনা ফাউন্ডেশনের সভাপতি ডা. জমির আলী। স্বাগত বক্তব্য রাখেন পাঠাগারের আহ্বায়ক মিঠুন মোহালি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোস্তফা মোরশেদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ডা. জমির-তাহমিনা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও কথাসাহিত্যিক তাহমিনা বেগম গিনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেওরগাছ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মুহিতুর রহমান রুমন ফরাজী, শব্দকথা২৪.কমের সম্পাদক ও প্রকাশক মনসুর আহমেদ, আইসিটি সম্পাদক আখতার উজ্জামান সুমন, সাহিত্য সম্পাদক এস এম মিজান।
প্রধান অতিথি মোস্তফা মোরশেদ বলেন, "দেশকে এগিয়ে নিতে হলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে তথ্যসমৃদ্ধ জ্ঞানভিত্তিক পাঠাগার চর্চায় উৎসাহিত করতে হবে।"
প্রধান আলোচক তাহমিনা বেগম গিনি বলেন, "আমাদের ফাউন্ডেশনের শুভসূচনা হয়েছে আজকের অনুষ্ঠানের মাধ্যমে। চা শ্রমিক পরিবারের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। এটা আমার ভালোবাসা জায়গা। আপনাদের পাঠাগার ও জীবনমান উন্নয়নে ডা. জমির-তাহমিনা ফাউন্ডেশন কাজ করে যাবে নিয়মিত।"
সভাপতির বক্তব্যে ডা. জমির আলী বলেন, "ডাক্তারী ও বিভিন্ন ক্লাব সংগঠন করার সুবাদে চা শ্রমিক পরিবারের কাছাকাছি থেকে আমার কাজ করার সুযোগ হয়েছে। আমি বরাবরই বাগানবাসীকে ভালোবাসি। আর এই ভালোবাসা থেকেই আপনাদের মাধ্যমে আমাদের ফাউন্ডেশনের শুভসূচনা। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন মানুষের সুখে-দুখে পাশে থাকতে পারি।"
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj