জামাল হোসেন লিটন,চুনারুঘাট :
দুদিন বন্ধ থাকার পর প্রশাসনের আশ্বাসে পুনরায় কাজ শুরু হয়েছে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা (টেকেরঘাট অংশে) স্থলবন্দরের চলমান কাজ।
জমি একোয়ারের টাকা না পাওয়ায় মঙ্গলবার কাজে বাঁধা দেন বলে জানান জমির মালিকরা।
মঙ্গলবার সকালে কাজ বন্ধ করতে জমির ১৫/২০ জন মালিক ও তাদের পরিবারের সদস্যরা জড়ো হয়ে বাঁধা দেন।
জমির মালিক শাহেনা খাতুন,রাজিয়া খাতুন,জমরুত মিয়া,শানু বেগম,ফজল হকসহ ৮/১০ জন জানান, সরকার দেই দিচ্ছি করে আমাদের জমি,গাছ ও ঘরের টাকা আজ পর্যন্তও দিচ্ছে না।ফলে টাকা ছাড়া আমরা বিকল্প জমি কিনে ঘর-বাড়ি তৈরি করতে পারছি না। আমাদের জমি একোয়ার হয়েছে দুই বছর আগে। ইতিমধ্যেই আমাদের গাছগাছালি কেটে নেওয়া হয়েছে। টাকা আনতে আমরা ১৫/২০ বার হবিগঞ্জ জেলা প্রশাসকের কাছে গিয়েছি। তবুও কাজ হচ্ছে না। আমাদের পিঠ এখন দেয়ালে ঠেকেছে। তাই আমরা কাজ বন্ধ হয়ে দেই।
স্থলবন্দরের দায়িত্বে থাকা উপ-সহকারী প্রকৌশলী আবুল খায়ের বলেন, জনসাধারণের বাঁধার মুখে কাজ বন্ধ হয়েছে।
তিনি বিষয়টি লিখিত ভাবে কর্তৃপক্ষকে জানালে সরকারের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধান্ত ভৌমিক বুধবার সকালে বন্দর কতৃপক্ষ ও জমির মালিকদের নিয়ে বৈঠকের মাধ্যমে সমঝোতা হলে বুধবার দুপুর থেকে কাজ শুরু হয়।
বাল্লা স্থলবন্দর কর্তৃপক্ষের প্রকল্প পরিচালক ও সচিব আমিরুল ইসলাম বলেন, মঙ্গলবার স্থানীয় জমির মালিকগন বাধার ফলে কাজ বন্ধ করি।বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ আমরা বৈঠকের মাধ্যমে সমঝোতা হলে কাজ শুরু করি।
বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল জানান, না বুঝে মালিকরা সরকারী কাজে বাধা প্রদান করছে। তাদের পাওনা সরকার বহু আগে কতৃপক্ষের কাছে দিয়ে দিয়েছে। কিন্তু তাদের (মালিকদের) মধ্যে জমির মালিকানা নিয়ে দ্বন্দ্ব এবং মামলা রয়েছে। যার ফলে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত টাকা দেয়া সম্ভব হচ্ছে না।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধান্ত ভৌমিক জানান, তিনি বিষয়টি জেনে উধ্বতন কতৃপক্ষের সাথে যোগাযোগ করে গতকাল বুধবার তিনি সরজমিনে স্থলবন্দরে গিয়ে বাল্লা স্থল বন্দর কতৃপক্ষ ও জমির মালিকদের নিয়ে বৈঠকে সমঝোতা হলে বুধবার থেকে পুনরায় কাজ শুরু হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj