সৈয়দ সালিক আহমেদ :
সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান বলেছেন, খাল বিল হাওর মিলে বাংলাদেশের মানচিত্রকে করেছে সমৃদ্ধ, সময়ের পরিবর্তনে হাওর অঞ্চলের জীববৈচিত্র হারিয়ে যাচ্ছে। এখনো হাওর আছে বলে আমরা সুস্থ্য দেহ মন নিয়ে বেচে আছি। হাওর অঞ্চল শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করেনা, আমাদের অর্থনৈতিক চালিকা শক্তিতে বিশাল ভুমিকা রাখে।
গতকাল মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা কার্যালয়ে জীববৈচিত্র সংরক্ষণে ইমাম ও খতিবদের মাধ্যমে উদ্ধুদ্ধকরণ বিষয়ক ৩দিন ব্যাপি প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, হবিগঞ্জের হাওর অঞ্চলে শীতকালে লক্ষ লক্ষ পাখি আগমন হত, পাখির কোলাহলে মুখরিত থাকত হাওর অঞ্চল। বর্তমানে মানুষ হাওর এলাকার গাছপালা কেটে ফেলেছে, আবার রাতের আধারে কিছু অসাধু ব্যাক্তি এসব অথিতি পাখি ধরার কারণে পাখিরা আসেনা, পাখির কোলাহল এখন আর শুনা যায়। দিনে দিনে বিভিন্ন প্রজাতির পাখি ও মাছ বিলপ্ত হয়ে যাচ্ছে।
মসজিদের খুৎবায় জীববৈচিত্র নিয়ে আলোচনা করা এখন সময়ের দাবি। তাই ইমাম এবং খতিবদেরকে মসজিদে খুৎবা প্রদানের সময় ধমর্ীয় আলোচনার পাশাপাশি হাওর রক্ষা এবং জীববৈচিত্র নিয়ে আলোচনা করার জন্য তিনি আহবান জানান।
ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক শাহ মোঃ নজরুল ইসলামের সভাপতিত্ত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মনসুর উদ্দিন চৌধুরী ইকবাল, বিটিভি জেলা প্রতিনিধি আলমগীর খান সাদেক প্রমুখ। ৩দিনে বানিয়াচং উপজেলার ১০০জন ইমাম ও খতিবকে জীববৈচিত্র সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj