সৈয়দ আখলাক উদ্দিন মনসুর,শায়েস্তাগঞ্জ :
আনন্দ মুখর পরিবেশ ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা ২ দিন ব্যাপী ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা শুরু হয়েছে।
শনিবার (৮ জানুয়ারী) সকাল ১০টায় ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মেলার আনুষ্ঠানিক উদ্ভোধন করেন প্রধান অথিতি। উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে প্রতি বছর ন্যায় এবারও শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবার্হী অফিসার ( ইউএনও) মোঃ মিনহাজুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা একাডেমী সুপার ভাইজার জগদীস দাশ তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রশীদ তালুকদার ইকবাল।
এতে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য মোঃ আব্দুল্লাহ সরদার, শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আজিজুল হাসান চৌধুরী, শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবিদুর রহমান, ইসলামী একাডেমী এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ নুরুল হক, কামিল মডেল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ শাহাবউদ্দিন, নূরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান, মোজাহের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন বাবর, শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর প্রমুখ।
বক্তারা বলেন বর্তমান প্রজন্মকে প্রযুক্তি নির্ভর জ্ঞান বিজ্ঞান এগিয়ে নেয়া এখন সময়ের দাবি। চিন্তা চেতনার প্রসার ও প্রযুক্তির প্রসারের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের মেলায় উপজেলার দশটি শিক্ষা প্রতিষ্ঠান স্টল স্থাপন করে শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, ইসলামী একাডেমী এন্ড হাই স্কুল, শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজ, জহুর চান বিবি মহিলা কলেজ, শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় , নূরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, মোজাহের উচ্চ বিদ্যালয়, প্রাণ আর.এফএল পাবলিক স্কুল, কামিল মডেল জুনিয়র মাদ্রাসা, কামিল মডেল উচ্চ মাধ্যমিক মাদ্রাসা।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj