আনোয়ার হোসেন মিঠু, নবীগঞ্জ :
নবীগঞ্জ উপজেলার হরিনগর এলাকায় ধানক্ষেত থেকে উদ্ধারকৃত তরুনী জুবা বেগমের গলা কাটা লাশ উদ্ধারের ঘটনায় নবীগঞ্জ থানায় মামলা হয়েছে। অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন নিহত জুবার পিতা সুফি মিয়া। চাঞ্চল্যকর মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে হবিগঞ্জের পিবিআই’কে। এ ঘটনায় দায়িত্ব পেয়েই পিবিআই ২ জনকে গ্রেপ্তার করেছে। এছাড়া এলাকাবাসী স্কুল ছাত্রী জুবা বেগমের নির্মম হত্যাকান্ডের বিচার এবং ঘাতকদের ফাঁসির দাবীতে বুধবার বিকালে স্থানীয় কাজিরগঞ্জ বাজারে বিশাল মানববন্ধন করেছে।
গত ২৭ ডিসেম্বর সকালে নবীগঞ্জ থানা পুলিশ হাত-মূখ বাধাঁ অবস্থায় মেধাবী স্কুল ছাত্রী জুবা বেগমের গলা কাটা লাশ উদ্ধার করে উপজেলার হরিনগর গ্রামের পার্শ্ববর্তী ধান ক্ষেত থেকে। খবর পেয়ে পুলিশের সার্কেল এসপি আবুল খায়ের চৌধুরী, থানার অফিসার ইনর্চাজ মোঃ ডালিম আহমদসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে লাশের ছুরতহাল শেষে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়।
ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় হবিগঞ্জ পুলিশ সুপার এর নির্দেশে মামলাটি হবিগঞ্জের পিবিআই’কে তদন্তের দায়িত্ব দেয়া হলে পিবিআই পুলিশের একটি টিম তথ্য ও প্রযুক্তির সহযোগিতায় সন্দেহভাজন ৩ জনকে তাৎক্ষনিকভাবে আটক করেন। এরা হলেন নিহত জুবা বেগমের প্রেমিক পার্শ্ববর্তী শ্যামারগাও গ্রামের মোকারিম মিয়া, হরিনগর গ্রামের মিরাশ মিয়ার ছেলে খলিল মিয়া (২০) মৃত এশ্বাদ উল্লার ছেলে গোলাম হোসেন (৩০)। আটককৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদের পর পিবিআই পুলিশ এদের মধ্যে ২ জনকে গ্রেপ্তার দেখিয়ে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
অপরজন প্রেমিক মোকারিম মিয়াকে ছেড়ে দেয়া হয়েছে। পিবিআই'র ইন্সপেক্টর আব্দুল মুক্তাদির ২ জনকে আটকের কথা স্বীকার করেছেন। এছাড়া তিনি আরও বলেন, চাঞ্চল্যকর স্কুল ছাত্রী জুবা বেগম (১৭) হত্যাকান্ডের রহস্য উদঘাটনের পথে।
স্থানীয় সুত্রে জানাযায়, উপজেলার বড় ভাকৈর (পুর্ব) ইউনিয়নের বাগাউড়া গ্রামের দিনমজুর সুফি মিয়ার মেয়ে মেধাবী স্কুল ছাত্রী জুবা বেগম (১৭) ২৬ ডিসেম্বর রাতে পরিবারের সাথে ঘুমিয়ে পড়ে। ভোর রাতে সুফি মিয়া ঘুম থেকে উঠে মেয়েকে ঘরে না দেখে খোজাঁখুজি করে পায়নি। ২৭ ডিসেম্বর সকালে স্থানীয় লোকজন ওই তরুনীর গলা কাটা লাশ হরিনগর এলাকায় ধান ক্ষেতে পড়ে থাকতে দেখতে পায়। খবর পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মোঃ ডালিম আহমদ এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল গিয়ে জুবার গলা কাটা মৃতদেহ উদ্ধার করে ।
এ সময় নিহত স্কুল ছাত্রীর ছোট বোন জানায়, ঘটনার দু’দিন আগে মোবাইল ফোনে নিহত জুবা বেগম অজ্ঞাত লোকের সাথে রাগাম্বিত হয়ে কথা বলতে দেখেছে এবং একে অপরের মধ্যে উত্তোপ্ত গাল মন্দ হয়েছে। এলাকার জনৈক যুবকের সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সর্ম্পক ছিল নিহত জুবা বেগমের। স্থানীয়দের মতে প্রেম সংঘটিত কারনেই ওই প্রেমিক অজ্ঞাতনামা দুর্বৃত্তদের সহায়তায় জুবা বেগমকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে নির্মমভাবে গলা কেটে হত্যা নির্ঝন স্থানে ফেলে পালিয়ে যায়। এলাকাবাসীর এমন ধারনার সুত্র ধরেই পুলিশ ব্যাপক অনুসন্ধান চালায়।
এ ব্যাপারে নিহত জুবা বেগমের পিতা সুফি মিয়া বাদী হয়ে নবীগঞ্জ থানায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি চাঞ্চল্যকর হওয়ায় হবিগঞ্জ পুলিশ সুপার এসএম মুরাদ আলী মামলাটি হবিগঞ্জ পিবিআইকে তদন্তের দায়িত্ব দেন।
এদিকে এলাকাবাসী অসহায় দিন মজুর কন্যা জুবা বেগমের প্রকৃত হত্যাকারীদের ফাসিঁর দাবীতে মানববন্ধন করেছেন। বুধবার বিকালে স্থানীয় কাজিরগঞ্জ বাজারে উক্ত মানববন্ধন অনুষ্টিত হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj