নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ থানার নবাগত অফিসার ইনর্চাজের সার্বিক তত্ত্বাবধানে পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা রাতে নবীগঞ্জ শহর এবং সাকুয়া বাজারে অভিযান চালিয়ে ৫ জন মাদক সেবী ও বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে ৩ জন মাদক সেবীকে ২ দিনের সাজা প্রদান করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক।
পুলিশ সুত্রে জানাযায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যা রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে থানার এসআই সুধীন চন্দ্র দাশের নেতৃত্বে একদল পুলিশ শহরের পদ্মবর্তী ফার্মেসী এবং শেলী কনফেকশনারীর সামন থেকে রাসেন্দ্র সরকার (২৫) এবং দুলল রায়( ২৬) নামের দু’ মাদক বিক্রেতা গ্রেফতার করে।
এ সময় তাদের দেহ তল্লাশী করে ৪ লিটার মদ উদ্ধার করা হয়েছে। ধৃত রাসেন্দ্র সরকার পৌর এলাকার কানাইপুর গ্রামের দিজিন্দ্র সরকারের ছেলে এবং দুলল রায় সদর ইউপির আদিত্যপুর গ্রামের মৃত বরদা রায়ের ছেলে।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে। অপর দিকে এসআই আশেকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার করগাঁও ইউপির টুকের বাজার সংলগ্ন বিকাশের বাড়ির নিকট থেকে ছোট সাকুয়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে ইয়াছিন আলী (৩০), বড় সাকুয়া গ্রামের আনিছ উল্লার ছেলে হান্নান মিয়া(৩০) ও মুড়ারপাটলী গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে রকিব আলী (৪০)কে গ্রেফতার করেছে।
এ সময় তাদের দেহ তল্লাশী করে মদ ও গাজা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করে। পরে এদেরকে ভ্রাম্যমান আদালতের বিচারক ও নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আনোয়ার হোসেন এর আদালতে হাজির করলে বিজ্ঞ বিচারক তাদেরকে ২ দিনের কারাদন্ড প্রদান করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj