স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ১৪ টি ইউনিয়নে কোন বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
রোববার (২৬ডিসেম্বর) রাতে ঘোষিত ফলাফল অনুসারে বানিয়াচং উপজেলার ১৪টি ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন- ১নং উত্তর- পূর্ব ইউনিয়নে মোঃ মিজানুর রহমান চৌধুরী, ২নং উত্তর-পশ্চিম ইউনিয়নে মোঃ হায়দারুজ্জামান খান (ধন মিয়া), ৩ নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নে মোঃ আরফান উদ্দিন, ৭নং বড়ইউড়ি ইউনিয়নে ফরিদ আহমেদ, ৯নং পুকড়া ইউনিয়নে হাফেজ শামরুল ইসলাম, ১০নং সুবিদপুর ইউনিয়নে ইঞ্জিনিয়ার জয় কুমার দাস, ১১নং মক্রমপুর ইউনিয়নে মোঃ আব্দুল আহাদ, ১৩নং মন্দরী ইউনিয়নে শেখ শামছুল হক চৌধুরী, ১৪নং মুরাদপুর ইউনিয়নে মিজানুর রহমান মিজান।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন- ৫নং দৌলতপুর মঞ্জু কুমার দাস, ৬নং কাগাপাশা ইউনিয়নে এরশাদ আলী, ৮নং খাগাউড়া ইউনিয়নে শাহ মাসউদ কুরাইশী মাক্কী, ১২নং সুজাতপুর ইউনিয়নে সাদিকুর রহমান।
এছাড়া ১৫ নং পৈলারকান্দি ইউনিয়নে বিএনপি নেতা নাসির উদ্দিন নির্বাচিত হয়েছেন।
এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে চলে ভোটগ্রহণ।
উপজেলা নির্বাচন কমিশনের তথ্যমতে, চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের মোট ভোট কেন্দ্র ১৩১টি। মোট ভোটার ২ লাখ ৩০ হাজার ১শ ৪৬জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৫ হাজার ৯শ ৮৩ জন ও মহিলা ভোটার ১লাখ ১৪ হাজার ১শ ৬৩ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে ৭১, সাধারণ সদস্য পদে ৫৭৭, সংরক্ষিত নারী সদস্য পদে প্রার্থী রয়েছেন ১৮৪ জন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj