স্টাফ রিপোর্টার "
বানিয়াচংয়ে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। রবিবার (২৬ ডিসেম্বর) দুপুরে ভোটগ্রহণকালে উপজেলার খাগাউড়া ইউনিয়নের গুণই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সংঘর্ষ হয়। এতে অন্তত ৫ জন আহত হন। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক লাঠিচার্জ করে পরিস্থিতি শান্ত করে। এছাড়া লাখাই ও বানিয়াচং উপজেলার বাকি ১৯টি ইউনিয়নে শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই ইউনিয়নের আওয়ামী লীগ দলীয় প্রার্থী শাহ শওকত আরেফিন সেলিম এবং স্বতন্ত্র প্রার্থী মাসুদ কোরাইশী মক্কির সমর্থকদের মধ্যে দুপুরে ওই কেন্দ্রে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার হরিপদ ব্রহ্ম জানান, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। কিন্তু হঠাৎ দুই প্রার্থীর সমর্থকরা কেন্দ্রের বাইরে সংঘর্ষে লিপ্ত হয়। তবে এতে ভোটগ্রহণের কোন ক্ষতি হয়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদিকুল ইসলাম জানান, সবগুলো ইউনিয়নেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ করা হয়। কোথাও বড় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj