স্টাফ রিপোর্টারঃ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ আঞ্চলিক প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ ডিসেম্বর) সকাল ১০ টায় আনন্দ ভ্রমণ ও বনভোজনের উদ্দেশ্যে শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ থেকে পর্যটন এলাকা সাতছড়ি জাতীয় উদ্যানের উদ্দেশ্যে রওয়ানা দেয় শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ আঞ্চলিক প্রেসক্লাবের সদস্যরা। পর্যটন এলাকা সাতছড়িতে নানা স্থান ঘুরে বেলা ২ টায় দুপুরের খাবার শেষে শুরু হয় মুলপর্ব। প্রথমেই এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিম সবুজের সভাপতিত্বে এবং সৈয়দ হাবিবুর রহমান ডিউকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক শায়েস্তাগঞ্জ ডটকমের সম্পাদক সাখাওয়াত হোসেন টিটু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রভাকরের ভারপ্রাপ্ত সম্পাদক শহিবুর রহমান, দৈনিক হবিগঞ্জের বানীর ভারপ্রাপ্ত সম্পাদক এইচ এম রুবেল, শায়েস্তাগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি কামরুজ্জামান আল রিয়াদ, শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ আঞ্চলিক প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভাপতি মীর মোঃ আব্দুল কাইয়ুম, শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ আঞ্চলিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোতাব্বির হোসেন কাজল, শায়েস্তাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ জমির আলী, উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আব্দুস সালাম মজনু, হবিগঞ্জের বানীর প্রতিনিধি এম সজলু, শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ আঞ্চলিক প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ আলী সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ মোঃ মাহফুজ, কোষাধ্যক্ষ মুহিন শিপন, প্রচার সম্পাদক আহম্মেদ আলী, সদস্য শেখ মোঃ আল আমিন, সংকর শীল, মোজাম্মেল হোসেন, পুষ্পমালা প্রমুখ।
আলোচনা সভা শেষে অতিথিদের মাঝে ক্রেস্ট তুলে দেয়া হয়।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়, এসময় সংগীত পরিবেশন করেন, ফুরুক দেওয়ান, কাঙালিনী জুঁই, সৈয়দ হাবিবুর রহমান ডিউক প্রমুখ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj