এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী আচরণ বিধি অবহিতিকরণ ও আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকালে উপজেলা কমপ্লেক্স সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহিদ এমপি অডিটোরিয়াম মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক ইশরাত জাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার,হবিগঞ্জ এস.এম মুরাদ আলী। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাদেকুল ইসলাম।উপস্থিত ছিলেন মাধবপুর চুনারুঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ।
উপজেলা নির্বাচন কমিশনের উদ্যোগে চুনারুঘাট উপজেলার ১০টি ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী আচরণ বিধি অবহিতিকরণ ও আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত অতিথি গন ৫ জানুয়ারি নির্বাচনের আইন শৃঙ্খলা রক্ষা করতে দায়িত্ব সকল কে অনুরোধ জানান।এবং নিজ নিজ ইউনিয়নের প্রতিনিধিগনদের সচেতনতার অবলম্বন করার পরামর্শ দেন।নির্ব্বিশেষে নির্বাচন কেন্দ্রীক ব্যাপক আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাহিদুল ইসলাম ,উপজেলা নির্বাচন অফিসার দ্বিপক কুমার, অফিসার ইনচার্জ আলী আশরাফ, উপজেলা সমাজসেবা অফিসার বারিন্দ্র চন্দ্র ,উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মাসুদ রানা সহ স্ব স্ব ইউনিয়নের প্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সচেতন নেতৃবৃন্দ ও সাংবাদিক প্রমুখ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj