স্টাফ রিপোর্টার :
সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন (অতিরিক্ত সচিব) নবীগঞ্জ উপজেলার বিভিন্ন অফিস ও কার্যক্রম পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান, নাজমুল হাসান, উপপরিচালক, স্থানীয় সরকার, মিন্টু চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), বিজেন ব্যানার্জী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহোদয়সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এ সময় জনপ্রতিনিধি এর মধ্যে উপস্থিত ছিলেন ফজলুল হক চৌধুরী, চেয়ারম্যান উপজেলা পরিষদ, মেয়র, নবীগঞ্জ পৌরসভা, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলরসহ অন্যান্য। এছাড়া সুধীজন ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
বিভাগীয় কমিশনার উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়, উপজেলা ভূমি অফিস, পৌরসভা, আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ০৬ নং কুর্শি ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। তিনি আমার বাড়ি আমার খামার প্রকল্পের উর্ধমুখী সম্প্রসারণ (২য় তলা) , ১৩ নং পানিউমদা ক্ষুদ্র নৃ গোষ্ঠীর জন্য নির্মিত ১২টি ঘরের চাবি হস্তান্তর করেন।
এছাড়া তিনি নবীগঞ্জ উপজেলায় স্কাউট কার্যক্রম আরও বেগবান করার নির্মিত মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে স্কাউট ডে ক্যাম্প উদ্বোধন করেন। এরপর তিনি ৩য় পর্যায়ের আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ এর উদ্বোধন করেন।
উপজেলার বিভিন্ন প্রান্ত দেখে সংশ্লিষ্ট সকলকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত অনুশাসন অনুযায়ী উন্নয়ন অব্যাহত রাখতে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজসহ সকল স্তরের মানুষকে নিয়ে নবীগঞ্জ এর উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj