এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় নানান আয়োজনের মাধ্যমে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎযাপন অনুষ্ঠিত হচ্ছে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর), ভোর ৬:৪৫মিনিটে সূর্যোদয় মহুর্তে উপজেলা পরিষদ, প্রশাসন ও রাজনৈতিক অরাজনৈতিক কর্মী ও বিভিন্ন সংগঠনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কেন্দ্রীয় শহিদ মিনারে ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মুর্যালে ফুলেল শ্রদ্ধা অর্পণ এবং শহিদদের স্বরনে দোয়া প্রার্থনার মাধ্যমে দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়।পরবর্তীতে উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে আলোচনা অংশ গ্রহন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল কাদির লস্কর,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন,লুৎফর রহমান মহালদার, পৌর মেয়র সাইফুল আলম রুবেল।
গৌরবময় বিজয় দিবস আজ বৃহস্পতিবার ১৬ ডিসেম্বর। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। ১৯৭১ সালের এই দিনে নয় মাসের মুক্তিযুদ্ধ শেষে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) আত্মসমর্পণ করেছিল পাক হানাদার বাহিনী।
আজ মহান বিজয় দিবস। বিজয়ের ৫০ বছর পূর্তির দিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৪৮ সাল থেকে ৫২’র ভাষা আন্দোলন, ৬৬’র ছয় দফা, ৬৯’র গণঅভ্যুত্থান, ১৯৭১- এর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, ২৫ মার্চে গণহত্যা শুরু হলে ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা, ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠন এবং রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদ ও দু’লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়।
বিজয়ের অনুভূতি সব সময়ই আনন্দের। তবে একইসঙ্গে দিনটি বেদনারও, বিশেষ করে যারা স্বজন হারিয়েছেন তাদের জন্য। অগণিত মানুষের আত্মত্যাগের ফসল আমাদের স্বাধীনতা। আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি মুক্তিযুদ্ধের শহীদদের; যেসব নারী ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছিলেন, তাদের।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে উপজেলায় ‘মহাবিজয়ের মহানায়ক’ প্রতিপাদ্যে সামনে রেখে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
দিনটি সরকারি ছুটির দিন। সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনাসমূহ আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। পৌর শহরের প্রধান সড়ক ও সড়কদ্বীপসমূহকে জাতীয় পতাকা ও অন্যান্য পতাকায় সজ্জিত করেছে ব্যবসায়ি কল্যাণ সমিতি।পুলিশ প্রশাসনের ৫০টি আতশবাজি ফোটানোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন বাহিনীর বাদক দল বাদ্য বাজিয়ে প্রাণবন্ত করে তুলেছেন।উৎসবমুখর করে তুলেছে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী গণ।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতু,সহকারী কমিশনার ভূমি মিল্টন চন্দ্র পাল,কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহিদুল ইসলাম,শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা, মৎস্য কর্মকর্তা জাকির হোসাইন,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,চুনারুঘাট সাহিত্য সংস্কৃতি পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোক্তাদির কৃষাণ চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সামাদ,ব্যকসের সভাপতি সালাম তালুকদার,সম্পাদক নাজমুল হক বকুল, পদক্ষেপ গণ পাঠাগারের অর্থ সম্পাদক হুমায়ুন কবির মিলন,উপজেলা সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক ফুলমিয়া খন্দকার মায়া,সাংবাদিক জোবায়ের আলম,মাদক বিরোধী শক্তি সংগঠন সম্পাদক এরশাদ হোসাইন প্রমুখ।
সম্পাদক মন্ডলীর সভাপতি : মো: আব্দুর রকিব
সম্পাদক ও প্রকাশক: সাখাওয়াত হোসেন টিটু
সহযোগী সম্পাদক : তোফাজ্জল হোসেন অপু, ব্যবস্থাপনা সম্পাদক : গাজীউর রহমান ইমরান
বার্তা সম্পাদক : কামরুজজামান আল রিয়াদ, নির্বাহী সম্পাদক : মো: জালাল উদ্দিন রুমী।
অফিস-১ : উদয়ন আবাসিক এলাকা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
আঞ্চলিক অফিস : নূরপুর হাইস্কুল রোড, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।
নিউজ প্রেরনের জন্য e-mail : shaistaganjnews@gmail.com
Web site- www.shaistaganj.com
মোবাইল নাম্বার- ০১৭৪০৯৪৩০৮২ (সম্পাদক ও প্রকাশক)
মোবাইল নাম্বার- ০১৭১৬৪৩৯৬২৫ (বার্তা সম্পাদক )
© All rights reserved © 2023 shaistaganj